কলকাতা

পুজোয় কী হবে? দুশ্চিন্তায় মহিলা ঢাকিরা

রাহুল চক্রবর্তী, কলকাতা: মেয়েরা দু’কাঠি বাজালে নাকি পরিবারে অমঙ্গল! এমন ভ্রান্ত ধারণা ভেঙে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন মহিলা ঢাকিরা। আজ তাঁরাই কাঁধে ঢাক নিয়ে বাংলা ছাড়িয়ে পাড়ি দিচ্ছেন দেশের নানা প্রান্তে। যাচ্ছেন বিদেশেও। কিন্তু আর জি কর হাসপাতালের ঘটনার পর থেকে তাঁরাও যেন একটু সন্দিহান! অন্তত এবার এখনও পর্যন্ত যে ডাক এসেছে, তা আগের বছরের তুলনায় অনেকটাই কম। তাঁরা বলছেন, ‘আর জি করের ঘটনার আমরাও দ্রুত বিচার চাই। কিন্তু সেইসঙ্গে উৎসবটাও হোক। না হলে আমাদের পেশাটাই তো উঠে যাবে! তাই মা দুর্গার কাছে প্রার্থনা, তিনি মর্তে এসে সুবিচার দিন নিহত চিকিৎসক-তরুণীর। আর আমাদেরও রক্ষা করুন।’
ঢাক কাঁধে নিয়ে যখন দু’কাঠি দিয়ে বাজানো শুরু হল, কটাক্ষই সঙ্গী ছিল মৌমিতা দাস, অনিতা দাসদের মতো উত্তর ২৪ পরগনার মছলন্দপুর নিবাসী মহিলা ঢাকিদের। কিন্তু পরিবর্তনের দিনলিপিতে নতুন অধ্যায় লেখার জন্য তো সে সবে কান দিলে চলবে না। তাই আজ উৎসব-অনুষ্ঠানে আজ মহিলা ঢাকিদের ডাক পড়ছে দেশ-বিদেশ থেকে। গত বছর উৎসবের মরশুমে ঢাক কাঁধে প্রতিদিনই চলছিল তাঁদের অনুষ্ঠান। কিন্তু এবছরটা কেমন যেন অগোছাল! মৌমিতা-অনিতারা বলছেন, গত বছর খুঁটিপুজোর সময় থেকে প্রতিদিনই আমাদের অনুষ্ঠান ছিল। বাড়িতে থাকার সময় পেতাম না। আর এবছর উলটপুরাণ। অধিকাংশ সময় বাড়িতেই কাটছে। সম্প্রতি একটি ঘটনার কথাও শোনালেন অনিতা। বললেন, ক্লাবের একটি মনসা পুজোর অনুষ্ঠানে গিয়েছি। কয়েকদিন পর সেখানেই দুর্গাপুজো হবে। কিন্তু পুজো উদ্যোক্তাদের মধ্যে কথাবার্তা হয়েছে যে বর্তমান পরিস্থিতিতে মহিলা ঢাকি নয়, পুরুষ ঢাকিদেরই আনা হোক। 
তাহলে আমরা কোথায় যাব? এই প্রশ্ন তুলেই সমাজের কাছে অনিতার আহ্বান, আর জি করের ঘটনায় আমাদের মনও ভারাক্রান্ত। আমরাও চাইছি বিচার। কিন্তু ঢাক বাজানোটা তো আমাদের পেশা। উৎসব বন্ধ হয়ে গেলে আমরা কোথায় যাব? তাই সকলের কাছে আহ্বান, আমাদের একটু সহযোগিতা করলে মন দিয়ে আনন্দের সঙ্গে আমরাও কাজটা করতে পারব। পুজোর সঙ্গেই আমাদের উপার্জন জড়িয়ে আছে। 
মৌমিতা দাসের কথায়, ‘একজন মেয়ে হিসেবে আমিও চাই আর জি কর কাণ্ডে জড়িতরা কঠিন শাস্তি পাক। মা দুগ্গার কাছে প্রার্থনা করব অভয়ার জন্য। চাইব আশীর্বাদও। পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে, পুজো-উৎসবের উপর আমাদের রুটি-রুজি নির্ভরশীল। আগামীতে সমাজে মেয়েরাই নতুন পথ রচনা করবে, সেই আশীর্বাদ চাইব দশভুজার কাছে।’ 
22d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সঞ্চীয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা