কলকাতা

অপছন্দ হলে ‘না’ বলুন, মহিলা পুলিস কর্মীদের পরামর্শ এসপির

সংবাদদাতা, উলুবেড়িয়া: সমাজকে সুরক্ষা দেওয়ার প্রশ্নে মহিলা পুলিস কর্মীদের দায়িত্ব অনেকটাই। সেক্ষেত্রে নিজেদের নিরাপত্তা এবং মানসিক দৃঢ়তা বৃদ্ধির উপর জোর দিলেন হাওড়া গ্রামীণ জেলার পুলিস সুপার স্বাতী ভাঙ্গালিয়া। শুক্রবার উলুবেড়িয়ার রবীন্দ্রভবনে হাওড়া গ্রামীণ জেলা পুলিসের উদ্যোগে মহিলা পুলিস কর্মীদের নিরাপত্তা ও সুস্বাস্থ্যের লক্ষ্যে আয়োজিত সচেতনতা কর্মসূচি অনুষ্ঠান ‘প্রত্যাশা’য় যোগ দিয়ে একথা বলেন পুলিস সুপার। তিনি বলেন, নিজের কর্মস্থল, পরিবার সহ বিভিন্ন জায়গায় এই মানসিকতার প্রয়োগ ঘটাতে হবে।
এদিন পুলিস সুপার বলেন, নিজেদের অপছন্দের জিনিসকে না বলতে শিখতে হবে। সেটা কর্মস্থলই হোক বা পরিবার। এক্ষেত্রে নির্দিষ্ট ও গ্রহণযোগ্য যুক্তি থাকতে হবে। তিনি মহিলা পুলিস কর্মীদের বলেন, নিজেদের দিকে খেয়াল রাখুন। নিজেকে কীভাবে রাখতে চাইছেন, সেটা নিজেকেই ঠিক করতে হবে। স্বাতী ভাঙ্গালিয়া তাঁর ভাষণে বলেন, এই নিয়ে দ্বিতীয় বছর আমরা এমন সচেতনতা শিবির করছি। এর আগের শিবিরে আমরা আপনাদের বিভিন্ন পরামর্শ গ্রহণ করেছি। সেই আলোচনার নির্যাস থেকেই বিভিন্ন জায়গায় পৃথক শৌচালয় করা হয়েছে। যেখানে পৃথক বারাক ছিল না, সেখানে আলাদা বারাক  তৈরির চেষ্টা করেছি। এদিনের আলোচনায় ব্রেস্ট ক্যান্সার ও জরায়ুর ক্যান্সারের কথা উঠে এসেছে। এই রোগ শনাক্তকরণের জন্য আমরা আলাদা একটি শিবির করব। পাশাপাশি শিবিরে আসা মহিলা পুলিস কর্মীদের ক্যান্সারের টিকা নেওয়ার আহ্বান জানান পুলিস সুপার। এই অনুষ্ঠানে একাধিক পুলিস কর্তা, উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজের চিকিৎসকরা ছাড়াও বিভিন্ন থানার পুলিস আধিকারিক ও পুলিস কর্মীরা উপস্থিত ছিলেন। 
5d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৭ টাকা৮৪.৮১ টাকা
পাউন্ড১০৮.৬৫ টাকা১১২.২০ টাকা
ইউরো৯১.৫৭ টাকা৯৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     September,   2024
দিন পঞ্জিকা