কলকাতা

পুলিসের উদ্যোগে বাড়ি ফিরল নিখোঁজ মূক ও বধির নাবালক

সংবাদদাতা, উলুবেড়িয়া: রাতে টোটোর পিছনের সিটে বসেছিল কিশোরটি। ১২ বছর বয়সি মূক ও বধির এই কিশোর টোটো করেই ইতস্তত ঘোরাঘুরি করছিল। বিষয়টি নজরে আসে টহলরত এক পুলিস কর্মীর। টোটো থামিয়ে তাকে জিজ্ঞাসা করলে বোঝা যায়, সে কথা বলতে বা শুনতে পারে না। পাশাপাশি তার আরও কিছু শারীরিক সমস্যা রয়েছে। গত মঙ্গলবার থেকে সে নিখোঁজ। অবশেষে জয়পুর থানার পুলিসের সাহায্যে বৃহস্পতিবার ওই কিশোরকে পরিবারের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। তার নাম মহম্মদ আরশাদ। বাড়ি বিহারে।
দিনকয়েক আগে সে মায়ের সঙ্গে কলকাতার গার্ডেনরিচে মামাবাড়িতে বেড়াতে এসেছিল। গত ৭ সেপ্টেম্বর সেখান থেকে সে নিখোঁজ হয়ে যায়। পরে ৮ সেপ্টেম্বর গার্ডেনরিচ থানায় একটি নিখোঁজ ডায়েরি করে পরিবারের সদস্যরা। জানা গিয়েছে, ওই কিশোর ঘুরতে গুরতে কোনওভাবে চলে আসে হাওড়ার জয়পুরে। রাত ১১টা নাগাদ জয়পুর থানার সেহাগড়ি মোড়ে টহলরত পুলিস কর্মীরা টোটোর পিছনে তাকে একা বসে থাকতে দেখে। এরপর তাঁরা টোটোচালককে থামিয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, কিশোরটি কথা বলতে পারে না। সে হাত দেখিয়ে জয়পুরের দিকে নিয়ে যেতে বলছিল। তাই আমি ওকে নিয়ে যাচ্ছিলাম। এরপরেই পুলিস কিশোর ও টোটো চালককে থানায় নিয়ে যায়। পরে আরশাদকে হুগলির একটি হোমে পাঠানো হয়। এরপর লালবাজার মারফত কিশোরের পরিবারের কাছে খবর যায়। বৃহস্পতিবার তাঁরা এসে আরশাদকে বাড়ি নিয়ে যান। 
6d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৭ টাকা৮৪.৮১ টাকা
পাউন্ড১০৮.৬৫ টাকা১১২.২০ টাকা
ইউরো৯১.৫৭ টাকা৯৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     September,   2024
দিন পঞ্জিকা