কলকাতা

শিয়ালদহ-বনগাঁ শাখায় ৪০টি লোকাল বাতিল

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মধ্যমগ্রাম ও বিরাটি স্টেশনের মধ্যে সেতু রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে। যার জেরে আজ, শনিবার ও আগামী কাল, রবিবার শিয়ালদহ ডিভিশনে ৪০টি লোকাল ট্রেন বাতিল থাকবে। দুর্গাপুজো প্রাক্কালে সপ্তাহান্তে এই ট্রেন চলাচল বিঘ্নিত হওয়ায় যাত্রী ভোগান্তি চরমে উঠবে বলে আশঙ্কা। আজ রাত সাড়ে ১০টা থেকে কাল সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় সংশ্লিষ্ট লাইনে ট্রেন চলাচল করতে  পারবে না। আজ, ১৪ সেপ্টেম্বর বনগাঁ-শিয়ালদহ ডাউনে এক জোড়া ট্রেন বাতিল থাকবে। একইভাবে আপ বনগাঁ-শিয়ালদহ লোকাল চলবে না। পাশাপাশি আপ এবং ডাউনে হাসনাবাদ-শিয়ালদহ লোকাল বাতিল থাকছে। অন্যদিকে কাল, ১৫ সেপ্টেম্বর এক জোড়া আপ হাসনাবাদ-শিয়ালদহ লোকাল, এক জোড়া ডাউন হাসনাবাদ-শিয়ালদহ লোকাল, এক জোড়া আপ দত্তপুকুর-শিয়ালদহ লোকাল, একটি ডাউন দত্তপুকুর-শিয়ালদহ লোকাল বাতিল থাকবে। আপ ও ডাউনে একটি করে বাতিল থাকা ট্রেনগুলি হল, মাঝেরহাট-লক্ষ্মীকান্তপুর, লক্ষ্মীকান্তপুর-নামখানা, হাবড়া-শিয়ালদহ, মাঝেরহাট-মধ্যমগ্রাম। একই সঙ্গে একটি ডাউন বনগাঁ-মাঝেরহাট লোকাল,  একটি বিবাদী বাগ-কৃষ্ণনগর সিটি লোকাল, একটি মাঝেরহাট-বারাসত লোকাল, একটি বারাসত-বনগাঁ লোকাল। আপ ও ডাউন মিলিয়ে পাঁচটি বারাসত-শিয়ালদহ লোকাল, একটি বারাসত-দত্তপুকুর লোকাল এবং একটি দত্তপুকুর-শিয়ালদহ লোকাল চলবে না। শনিবার কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। আপ-ডাউনে একটি করে বনগাঁ-শিয়ালদহ লোকালের পরিষেবা বিঘ্নিত হবে। রবিবার সংক্ষিপ্ত রুটে চালানো হবে দু’জোড়া বনগাঁ-শিয়ালদহ লোকাল, এক জোড়া হাসনাবাদ-শিয়ালদহ লোকাল, একটি হাবড়া-শিয়ালদহ লোকাল, একটি শিয়ালদহ-গোবরডাঙা লোকাল, একটি শিয়ালদহ-হাসনাবাদ লোকালের রুট সংক্ষিপ্ত করা হয়েছে।
6d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৭ টাকা৮৪.৮১ টাকা
পাউন্ড১০৮.৬৫ টাকা১১২.২০ টাকা
ইউরো৯১.৫৭ টাকা৯৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     September,   2024
দিন পঞ্জিকা