কলকাতা

নন্দন চত্বরে শুরু শারদ বই পার্বণ ছাড় মিলবে ২০ থেকে ৮০ শতাংশ

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তার আগে বইপ্রেমীদের জন্য শুরু হল ‘শারদ বই পার্বণ’। শুক্রবার রবীন্দ্রসদন, নন্দন, বাংলা অ্যাকাডেমি চত্বরে এই পার্বণের আনুষ্ঠানিক সূচনা হল। কলকাতা বইমেলার মতো ১০ শতাংশ নয়, এই পার্বণের মূল আকর্ষণ, ‘আনলিমিটেড’ ছাড়! শারদ বই পার্বণের আয়োজক পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের দাবি, ২০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় মিলছে। ৬ সেপ্টেম্বর পর্যন্ত মেলা চলবে। ফলে আগামী এক সপ্তাহ ডিসকাউন্টে বই কেনার সুযোগ পাঠকদের সামনে।
গিল্ডের এই পার্বণের সহযোগিতায় রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ। রবীন্দ্রসদন, নন্দন, বাংলা অ্যাকাডেমি চত্বরজুড়ে এই পার্বণ শুরু হয়েছে। ছোট বড় মিলিয়ে ৬০টি স্টল রয়েছে। সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে কোনও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। জলের পাত্রে ফুল রেখে অভিনবভাবে মেলার সূচনা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়, পাবলিসার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশুশেখর দে, সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় সহ অনেকে। সুধাংশুবাবু বলেন, এই দুঃসময়ে বই-ই দিতে পারে আলোর ঠিকানা। সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করে শুধু বই বিক্রি হবে। বইমেলায় ১০ শতাংশ ছাড় থাকে। এখানে ছাড় মিলবে ২০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত। ত্রিদিববাবু বলেন, এই পার্বণের মূল আকর্ষণ ছাড়। প্রাণ খুলে বই কেনা যাবে। প্রতিদিন দুপুর দু’টো থেকে রাত আটটা পর্যন্ত চলবে পার্বণ। প্রবেশ অবাধ। বইমেলার মতো এদিনও নতুন বই প্রকাশিত হয়। পত্রলেখার স্টলে সৈকত নিয়োগীর লেখা ‘হিটলার আর্জেন্টিনায়’ বইটির উদ্বোধন করেন সাহিত্যিক হিমাদ্রিকিশোর দাশগুপ্ত। কোন স্টলে কত শতাংশ ছাড়, তার বোর্ড বসানো হয়েছে। নির্বাচিত কিছু বইয়ের উপর বেশি ছাড় দেওয়া হচ্ছে। কোথাও সব বই ১০০ টাকায় মিলবে। পুরনো বই নয়, নতুন বইয়ের উপরেও এই ছাড় থাকছে। পত্রলেখা প্রকাশনার গুণেন শীল বলেন, ২৫ শতাংশ ছাড় তো থাকছেই। সঙ্গে কিছু বইয়ের উপর ৫০ শতাংশ ছাড়ও দেওয়া হচ্ছে।
21d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা