কলকাতা

ওষুধের দোকানির সঙ্গে পরকীয়া, ক্যান্সারের ভুয়ো চিকিৎসায় খুন সুস্থ স্বামীকে, গ্রেপ্তার স্ত্রী

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সুস্থ-সবল এক যুবককে ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ দিনের পর দিন খাইয়ে শরীরে বাধানো হয়েছিল একাধিক উপসর্গ। সে সব উপসর্গ নিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলার পর মৃত্যু হয় তাঁর। পাশের পাড়ার এক ওষুধের ব্যবসায়ীর সঙ্গে পরকীয়া সম্পর্কের জেরেই ওই যুবকের স্ত্রী তাঁকে খুন করেছে বলে অভিযোগ ঘিরে তুমুল আলোড়ন শুরু হয়েছে ডোমজুড়ের বাঁকড়ার মুন্সিরডাঙায়।  মৃত যুবকের নাম নাসিম আলি সর্দার (৩৭)। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁর স্ত্রী সাহিনা পারভিনকে গ্রেপ্তার করেছে ডোমজুড় থানার পুলিস। অন্যদিকে, শুক্রবার রাতে সাহিনার প্রেমিক তথা ওষুধের দোকানের ব্যবসায়ী মোরসালিম শেখের বাড়ি ও দোকানে ভাঙচুর চালায় উত্তেজিত বাসিন্দারা। সে পলাতক বলে জানা গিয়েছে।
মুন্সিরডাঙা সর্দারপাড়া এলাকার বাসিন্দা নাসিম আলি সর্দার স্থানীয় হাটে কাপড়ের ব্যবসা করতেন। চর্মরোগে বেশ কয়েক মাস ধরেই ভুগছিলেন তিনি। চলতি মাসেই স্থানীয় একটি নার্সিংহোমে তিন দিন ভর্তি ছিলেন। এরপর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন নাসিম। প্রায় ৬ দিন সেখানে চিকিৎসা চলার পর গত বৃহস্পতিবার সন্ধ্যে নাগাদ একাধিক অঙ্গ বিকল হয়ে মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে, নাসিমকে দীর্ঘদিন ধরেই ভুল ওষুধ খাওয়ানো হতো। মৃতের পরিবারের তরফে হাসপাতালে সেই ওষুধের প্যাকেট দেখানোর পর সেগুলো ক্যান্সারে ব্যবহৃত ওষুধ বলে জানতে পারেন চিকিৎসকরা। তবে কোন প্রেসক্রিপশনের ভিত্তিতে নাসিমকে সেই ওষুধগুলো খাওয়ানো হতো, তার উত্তর দিতে পারেননি তার স্ত্রী সাহিনা। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে সাহিনাকে আটক করে ডোমজুড় থানার পুলিস। পরে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই নাসিমের স্ত্রী সাহিনার সঙ্গে পাশের পাড়ার মোরসালিম শেখের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এলাকার অনেকেই তা বুঝতে পেরেছিলেন। মোরসালিমের ওষুধের দোকানের পাশে এক ডাক্তারের চেম্বারে চিকিৎসার জন্য স্ত্রীর সঙ্গে যেতেন নাসিম। প্রেসক্রিপশনে লেখা ওষুধ না দিয়ে মোরসালিমের দোকান থেকে দিনের পর দিন তাকে ভুল ওষুধ দেওয়া হতো। মৃতের আত্মীয় আলতাব আলি সর্দার বলেন, ‘মোরসালিমের দোকান থেকেই ওই ওষুধ আসত বলে শুনলাম। দিনের পর দিন ভুল ওষুধ খাইয়ে নাসিমকে মেরেছে ওর স্ত্রী। পথের কাঁটা সরিয়ে ফেলতে চেয়েছিল।’ 
ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাঃ সুবীর গঙ্গোপাধ্যায় বলেন, ‘কেমোথেরাপির পর পরিস্থিতি সামলাতে রোগীকে স্টেরয়েড দেওয়া হতে পারে। স্টেরয়েড জীবনদায়ী হলেও প্রয়োগের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বনের প্রয়োজন।  কোনও ব্যক্তিকে চিকিত্‍সকের পরামর্শ ছাড়াই প্রথম থেকে একই ডোজে ওষুধগুলি খাওয়ানো হলে তার শারীরিক পরিস্থিতির অবনমন হবে। প্রাণহানির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।’
ওষুধের দোকানে ভাঙচুর। -নিজস্ব চিত্র
27d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা