কলকাতা

প্রায় এক যুগ পর ফের চালু হচ্ছে পুজালি থেকে বিবাদী বাগ সরকারি বাস

সংবাদদাতা, বজবজ: পুজালি পুরসভার আম জনতার দাবি মেনে চালু হচ্ছে কলকাতার বি বা দী বাগ পর্যন্ত সরকারি বাস পরিষেবা। আপাতত ৪ টি সরকারি বাস পুজালির অছিপুর থেকে বিবাদী বাগ পর্যন্ত চলবে। তবে বাসগুলি কোন সময় কোথা থেকে ছাড়বে, তা এখনও ঠিক হয়নি। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার পুজালি পুরসভার প্রশাসক তাপস বিশ্বাসের সঙ্গে পরিবহণ দপ্তরের অধিকর্তার কথা হয়েছে। তাপসবাবু বলেন, ‘একটি সময় সারণি পরিবহণ দপ্তরের কাছে পাঠানো হয়েছে। সেখানে সকাল সাড়ে ৬টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত এক ঘণ্টা অন্তর মোট চারটি বাস চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বিকেল সাড়ে ৪টে থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এক ঘণ্টা অন্তর বিবাদী বাদ থেকে বাস ছাড়ার কথা বলা হয়েছে।  এই প্রস্তাবে চূড়ান্ত সিলমোহর পড়লে পুরসভা মাইকিং করে বিষয়টি প্রচার করবে।’  সোমবারের মধ্যে নির্দিষ্ট সময় সারণি চূড়ান্ত হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত দশ বছরেরও বেশি  সময় ধরে কলকাতার অফিসপাড়ার সঙ্গে পুজালি এলাকার যোগাযোগের জন্য কোনও সরাসরি গণপরিবহণ ছিল না। অটো, ম্যাজিক বা জিও করে কাটা রুটে বাড়তি খরচ করে তারাতলা পৌঁছতে হয়। সেখান থেকে ধর্মতলা ও বিবাদী বাগের বাস মেলে। খরচের পাশাপাশি ধকলও বাড়ে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বছর ১৫ আগে এক-দু’টি সরকারি বাস চলত। বেসরকারি বাসের ৭৭ নম্বর রুট চালু ছিল। এখন বাসগুলি না থাকায় হাজার হাজার মানুষের কর্মক্ষেত্রে যাতায়াত দুর্বিসহ হয়ে উঠেছে। সরকারি বাস পরিষেবা নতুন করে চালু হলে এই পরিস্থিতি থেকে রেহাই মিলবে। পুজালির প্রশাসক বলেন, ‘এই সমস্যার সমাধানে স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করা হয়েছিল। তিনি এ বিষয়ে পরিবহণ মন্ত্রীকে বলার পরই উদ্যোগী হয় তারা।’ 
27d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা