কলকাতা

কাজ হয়নি নিকাশির, জলে ভাসছে চাকলার লোকনাথ মন্দিরগামী রাস্তা

নিজস্ব প্রতিনিধি, বারাসত: সোম ও মঙ্গলবার দেগঙ্গার চাকলা লোকনাথ মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষ্যে পুজো। প্রতি বছরই এই অনুষ্টানে ভক্তদের ভিড় উপচে পড়ে। এবারও তার সম্ভাবনা। কিন্তু ভরা বর্ষার কারণে শুরু হয়েছে বিপত্তি। মন্দিরে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সড়কটি কার্যত জলে থই থই। সমস্যা সমাধানের একাধিক প্রতিশ্রুতি শোনা গিয়েছিল প্রশাসনের তরফে। কিন্তু অভিযোগ, কিছুই বাস্তবায়িত হয়নি। ফলে চূড়ান্ত সমস্যা তৈরি হতে যাচ্ছে। এখনই জমা জলের কারণে কার্যত নাকানিচোবানি খেতে হচ্ছে নিত্যযাত্রী থেকে শুরু করে ব্যবসায়ীদের। পুণ্যার্থী সমাগম শুরু হলে পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাবে বলে আশঙ্কা। 
বারাসতের চাঁপাডালি মোড় থেকে টাকি রোড ধরে সহজে চাকলা লোকনাথ মন্দিরে যাওয়া যায়। জন্মাষ্টমী ও তার আগের দিন ভক্তরা মন্দিরে জল ঢালতে যান। ফলে আজ ও আগামী কাল এই সড়ক পুরোপুরি চলে যাবে ভক্তদের দখলে। বেড়াচাঁপা থেকে একটি রাস্তা যাচ্ছে চাকলায়। কিন্তু বেড়াচাঁপা বাজারের কাছেই রাস্তা জলমগ্ন। পরিস্থিতি এমনই, ‘নৌকা নিয়ে যাতায়াত করতে হবে’ বলে কটাক্ষ উড়ে আসছে। এক বা দু’দিনের টানা বৃষ্টিতে তো কথাই নেই, অল্প বৃষ্টিতেই এই রাস্তা কার্যত পুকুরের আকার নেয়। দিনকয়েক আগে দেগঙ্গার তৃণমূল বিধায়ক রহিমা মণ্ডল জলযন্ত্রণার হাত থেকে দ্রুত মুক্তি দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু অভিযোগ আশ্বাসই সার। জল যন্ত্রণা পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। পুণ্যার্থীদের স্রোত বওয়া শুরু হলে জমা জলের কারণে শুরু হয়ে যাবে ক্ষোভ বিক্ষোভ, আশঙ্কা প্রশাসনেরই একাংশের। সমর ঘোষ, দিব্যেন্দু পাল নামে দুই স্থানীয় বাসিন্দা বলেন, ‘রাস্তার জল নিকাশি ব্যবস্থার উন্নতির অনেক প্রতিশ্রুতি মিলেছে। কিন্তু তা রয়ে গিয়েছে কথাতেই। স্থায়ী সমাধান কবে হবে জানা নেই।’ যদিও দেগঙ্গার বিধায়ক রহিমা মণ্ডল বলেন, ‘জলনিকাশির জন্য ব্যবসায়ীরা আমাকে সময় দিয়েছেন। তারপর নিকাশিনালা নতুন করে সাফ করা হবে। তবে অতিবৃষ্টির কারণে জল দাঁড়িয়ে যাচ্ছে। আমরা ব্যবস্থা নিচ্ছি।’
27d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা