কলকাতা

রোগী মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা, বসিরহাট হাসপাতালে মারধর, ভাঙচুর

সংবাদদাতা, বসিরহাট: রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বসিরহাট জেলা হাসপাতালে। জানা গিয়েছে, হাসপাতালের নার্স থেকে শুরু করে নিরাপত্তা কর্মী, এমনকী, হাসপাতালের ভর্তি থাকা রোগী ও তাঁদের পরিজনদের মারধরের অভিযোগ উঠেছে মৃতের আত্মীয়দের বিরুদ্ধে। শুক্রবার দুপুর ১২টা নাগাদ ঘটনাটি ঘটে বসিরহাট জেলা হাসপাতালে। এদিন মেল ওয়ার্ডে এই ঘটনার জেরে জখম হয়েছেন ১০ জন। তাঁদের মধ্যে তিনজন এই হাসপাতালেই চিকিৎসাধীন।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাদুড়িয়া থানার নারকেলবেড়িয়া এলাকার বাসিন্দা বছর পঁয়ত্রিশের সামাদ মণ্ডল বুকে ব্যথা নিয়ে বৃহস্পতিবার রাতে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি হন। শুক্রবার সকাল ১০টা নাগাদ মৃত্যু হয় ওই যুবকের। রোগীর আত্মীয়দের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির কারণেই সামাদের মৃত্যু হয়েছে। পরে মৃতের পরিবারের লোকজন হাসপাতালে এসে গাড়িতে মৃতদেহ তোলার পর ভিতরে ঢুকে নার্স, ওয়ার্ডবয়, নিরাপত্তা কর্মী এবং ভর্তি থাকা রোগী ও তাঁদের পরিজনদের মারধর করে বলে অভিযোগ। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতাসে। খবর পেয়ে বিরাট পুলিস বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে বসিরহাট থানার পুলিস তদন্ত শুরু করেছে। মৃতের পরিবারের অভিযোগ, রোগীকে ঠিকমতো ওষুধ দেওয়া হয়নি। এ কারণেই মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা বারবার হাসপাতাল কর্তৃপক্ষকে জানালেও কোনও কাজ হয়নি। বিনা চিকিৎসায় মারা গিয়েছেন যুবক। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি। বসিরহাটের বিধায়ক ডাঃ সপ্তর্ষী বন্দ্যোপাধ্যায় বলেন, হাসপাতালে ঢুকে ভাঙচুর ও মারধরের ঘটনায় যে বা যারা দোষী, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শুরু হয়েছে।
28d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা