কলকাতা

রাত জাগল গোটা ঘোষবাগান

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে বিনিদ্র রজনী কাটালেন কাঁকুরগাছির ঘোষবাগান এলাকার বাসিন্দারা। বুধবার গভীর রাতে আগুন লাগে কাঁকুরগাছির লোহাপট্টিতে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে, তাকে নিয়ন্ত্রণে আনতে সকাল হয়ে যায় দমকল কর্মীদের। যার জেরে ভয়ে, আতঙ্কে রাত জাগল গোটা পাড়া। 
রাত ১টা নাগাদ আগুন লাগে লোহাপট্টির একটি প্লাস্টিকের গুদামে। সেখান থেকেই আগুন লাগোয়া লোহা এবং কাঠের গুদামে ছড়িয়ে পড়ে। ভস্মীভূত হয় তিনটি গুদাম। গভীর রাতের সেই অভিজ্ঞতার কথা বলছিলেন ঘোষবাগানের বাসিন্দা সুদীপ দলুই, ছায়া দলুই, সুরেশ জয়সোয়ালরা। ছায়া দলুই বলেন, ওই রাতে গোটা পাড়া নেমে এসেছিল রাস্তায়। যেভাবে আগুনের ফুলকি ও লেলিহান শিখা দাউদাউ করে জ্বলছিল, মনে হচ্ছিল কয়েক ঘণ্টার মধ্যে যেন আরও কয়েকটি বাড়ি পুড়ে ছাই হয়ে যাবে। দমকল কর্মীরা জীবন বাজি রেখে কাজ করেছেন। আগুন ছড়িয়ে পড়তে দেননি। সুদীপ বলেন, গভীর রাতে আচমকা এক প্রতিবেশীর ফোন পাই। আগুন লেগেছে শুনে ছাদে উঠে দেখি, দাউ দাউ করে জ্বলছে। আমার বাড়ি ঘটনাস্থল থেকে খুব বেশি হলে ২০০ মিটার দূরে। বেশ তাপ অনুভব করছিলাম। ভয়ে পরিবার নিয়ে বাইরে বেরিয়ে আসি। এমনিতেই ঘিঞ্জি এলাকা। প্রচুর মানুষের বসবাস। তার মধ্যে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভোরের দিকে আগুন খানিকটা আয়ত্তে আসায় বুকে বল পান বাসিন্দারা। দমকল কর্মীদের কাজের প্রশংসা করেন বাসিন্দারা।
29d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা