কলকাতা

আর জি কর ইস্যু: স্বাস্থ্যভবন অভিযানে হাঙ্গামা বিজেপির

নিজস্ব প্রতিনিধি ও সংবাদাদতা: আর জি করের ঘটনার প্রেক্ষিতে ছোটবড় বিক্ষোভ-অবরোধ চলছেই। কোথাও রাজনৈতিক দলের উদ্যোগে, কোথাও বিক্ষোভ হচ্ছে নাগরিক সমাজের ডাকে। বৃহস্পতিবার কলকাতায় স্বাস্থ্যভবন ঘেরাও অভিযান করে বিজেপি। উল্টোডাঙার হাডকো মোড় থেকে সল্টলেক সেক্টর ফাইভের স্বাস্থ্যভবন পর্যন্ত পদযাত্রার কর্মসূচি নিয়েছিল গেরুয়া শিবির। মিছিলে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ সহ দলের প্রথম সারির নেতানেত্রীরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সল্টলেক সিটি সেন্টারের কাছে মিছিল আটকে দেয় পুলিস। দু’পক্ষের মধ্যে প্রবল ধস্তাধস্তি হয়। রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য সহ একাধিক বিজেপি নেতা গ্রেপ্তার হন। এছাড়া, হুগলির চুঁচুড়া ঘড়ির মোড়ে জমায়েত করে বিক্ষোভ দেখায় বিজেপি। নেতারা ব্যান্ডেল, রবীন্দ্রনগর ও তোলাফটক থেকে তিনটি পৃথক মিছিল করে। সব মিছিল গিয়ে ঘড়ির মোড়ে সমবেত হয়। বারাকপুরের মোহনপুরেও বিজেপি বিক্ষোভ দেখায়। 
তৃতীয় লিঙ্গের মানুষরা মিছিল করেন বাঁশবেড়িয়া থেকে ত্রিবেণী পর্যন্ত। প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ম্যাকাউটের হরিণঘাটা ক্যাম্পাস থেকে প্রায় আড়াইশো অস্থায়ী কর্মীর প্রতিবাদ মিছিল বড়জাগুলি পর্যন্ত যায়। কল্যাণীর সেন্ট্রাল পার্ক থেকে আইসিডিএস কর্মীদের প্রতিবাদ মিছিল বের হয়। স্বরূপনগর ব্লকের হঠাৎগঞ্জে অঙ্গনওয়াড়ি কর্মীরা ধর্ষণ ও খুনের বিচার চেয়ে পথে নামেন। তারকেশ্বরে শিক্ষক-শিক্ষিকা, এসআই প্রতিবাদ মিছিলে হাঁটেন। বনগাঁ শহরে বিচার চেয়ে মিছিল করেন মতুয়ারা। বনগাঁ ১ নম্বর রেলগেট থেকে মিছিল শুরু হয়ে বনগাঁ বাটার মোড়ে শেষ হয়। অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের বনগাঁ শাখার পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিল বের হয়। বাগদা, গোপালনগর, গাইঘাটাতেও প্রতিবাদ মিছিল হয়। বারুইপুরের চম্পাহাটি গার্লস হাইস্কুলের ছাত্রীরা এদিন মিছিলে পা মেলায়। পাশাপাশি বারুইপুর বেগমপুর জ্ঞানদাপ্রসাদ হাইস্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকারা প্রতিবাদ মিছিল করেন। কুলতলির গোপালগঞ্জ হাইস্কুলের পড়ুয়ারাও পথে নামে। সোদপুর ট্রাফিক মোড়ে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখান। তাঁরা মিছিল করে বিচারের দাবি জানান। এদিন সন্ধ্যায় ছাত্রছাত্রীদের বিক্ষোভের জেরে কিছু সময় বিটি রোডের বারাকপুর থেকে কলকাতাগামী লেন অবরুদ্ধ হয়। পরে পুলিসের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। 
29d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা