কলকাতা

হাওড়া শহরে টোটোর দৌরাত্ম্য রুখতে চালু হবে কালার কোড

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শহরজুড়ে টোটোর দৌরাত্ম্য রুখতে এবার কালার কোডের মাধ্যমে টোটো চিহ্নিত করার ভাবনাচিন্তা করছে হাওড়া পুরসভা। শহরকে বিভিন্ন জোনে ভাগ করে আলাদা আলাদা কালার কোড দেওয়া হবে টোটোগুলিকে। পাশাপাশি, হাওড়া শহর এলাকায় মোট কতগুলি টোটো চলে, তা জানতে যৌথ সমীক্ষার কাজ শুরু করেছে পুরসভা ও হাওড়া সিটি পুলিস।
হাওড়া ময়দান, জিটি রোড, হাওড়া কোর্ট চত্বর, ফোরশোর রোড, মেট্রো স্টেশন চত্বর সহ শহরের ব্যস্ত এলাকাগুলিতে প্রতিদিনই টোটোর সংখ্যা বেড়ে চলেছে। মাত্রাতিরিক্ত টোটোর কারণে দিনভর রাস্তায় লেগে রয়েছে যানজট। হাওড়া পুরসভা সূত্রে জানা গিয়েছে, শহর এলাকায় ২০ হাজারেরও বেশি টোটো রয়েছে। এই ভিড়ে সাঁকরাইল, বালি, উত্তরপাড়া থেকেও টোটো এসে মিশে যাচ্ছে। ফলে কোন টোটো শহরের, আর কোনটি বাইরের এলাকার, তা চিহ্নিত করা সম্ভব হচ্ছে না। বহিরাগত টোটোর দাপট রুখতে এবার শহর এলাকার টোটোগুলিকে চিহ্নিত করবে পুরসভা। একারণে হাওড়া পুরসভার প্রতিটি বরো অফিসে টোটো চালকদের ফর্ম দেওয়ার কাজ শুরু হয়েছে। সেখানে নাম, ঠিকানা, ফোন নম্বর সহ বেশ কিছু তথ্য দিতে হবে টোটো চালকদের। সেই তথ্য সংগ্রহ করে শহরকে কয়েকটি ডিভিশনে ভাগ করবে পুরসভা। ডিভিশন অনুযায়ী রেড, ব্লু, গ্রিন কিংবা ইয়েলো কালার কোড দেওয়া হবে। সেই সঙ্গে প্রতিটি টোটোতে থাকবে বিশেষ নম্বর।
হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী বলেন, ‘শহরে মোট টোটোর সংখ্যা কত, তা এখনও স্পষ্ট নয়। তবে বরো অফিসগুলিতে ফর্ম জমা পড়লে সেই সংখ্যা বোঝা যাবে। শহরের বিভিন্ন ডিভিশনের টোটোগুলিকে পৃথক রং দিয়ে চিহ্নিত করার পর তাদের রুট বেঁধে দেওয়া হবে। নির্দিষ্ট রুটের টোটো অন্য এলাকায় যেতে পারবে না’। টোটো চিহ্নিতকরণ হয়ে গেলে বাইরের এলাকার টোটো এসে যাতে লাগামছাড়া ভাড়া হাঁকতে না পারে, সেদিকেও নজর রাখবে পুরসভা ও হাওড়া সিটি পুলিস। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাসিন্দারা।  নিজস্ব চিত্র
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা