বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

ভরদুপুরে শ্যুটআউট, বি টি রোডে আতঙ্ক, বেলঘরিয়ায় ব্যবসায়ীর গাড়িতে গুলিবৃষ্টি

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর ও বরানগর: প্রকাশ্য দিবালোকে একেবারে ফিল্মি কায়দায় বেলঘরিয়ার বি টি রোডের রথতলায় এক ব্যবসায়ীর গাড়ি ঘিরে শ্যুটআউট। শনিবার বেলা সোয়া দুটো নাগাদ বারাকপুরের বাসিন্দা কোটিপতি ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি ঘিরে একটি বাইকে চেপে আসা দুষ্কৃতী পরপর আট রাউন্ড গুলি চালায়। স্বয়ংক্রিয় নাইন এমএম পিস্তল থেকে ছোড়া গুলি গাড়ির উইন্ড শিল্ড, নম্বর প্লেট এবং বাম দিকের দরজায় গিয়ে বিদ্ধ হয়। তবে বিলাসবহুল ওই গাড়ির কাচ মোটা হওয়ায়, বুলেট তা ভেদ করতে পারেনি। প্রাণে বেঁচে যান ব্যবসায়ী। চালক নিরঞ্জন সিং বুদ্ধিমত্তার সঙ্গে ইউ টার্ন নিয়ে বি টি রোডের উল্টোদিকের লেন ধরে জগন্নাথ মন্দিরের দিকে চলে যান। বেলঘরিয়া থানায় গিয়ে আশ্রয় নেন আতঙ্কিত ব্যবসায়ী। মূল শহর ও সংলগ্ন শহরতলিতে এহেন অভূতপূর্ব দুষ্কৃতী হানার ঘটনায় তুমুল আতঙ্ক সৃষ্টি হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান বারাকপুরের পুলিস কমিশনার অলক রাজোরিয়া। দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি শুরু করে পুলিস। শুরু হয় নাকা চেকিং। 
তদন্তে নেমে পুলিস জানতে পারে, হামলার ঘটনার নেপথ্যে রয়েছে বিহারের বেউর জেলে বন্দি কুখ্যাত গ্যাংস্টার-ডন তথা ‘জুয়েল থিফ’ বলে পরিচিত সুবোধ সিংয়ের গ্যাং। গাড়ির শো-রুম, রেস্তরাঁ, হোটেল ও প্রোমোটিং কারবারে যুক্ত এই ব্যবসায়ীকে ছ’মাস আগে প্রথম ফোন করে ৫০ লক্ষ টাকা ‘তোলা’ (রংদারি ট্যাক্স) চায় জেলবন্দি সুবোধ। এরপর নাগাড়ে ফোন করে চললেও, অজয়বাবু তা ধরেননি। তদন্তে পুলিস জেনেছে, তিনদিন আগে ফের ফোন করে সুবোধ নিজেই। তখনও ফোন ধরেননি অজয়বাবু। এরপরই এদিনের ঘটনা। তবে এই হামলার ঘটনায় স্থানীয় অপরাধীদের সংস্রবও যে রয়েছে, তা স্পষ্ট বলছে পুলিস। কিন্তু এহেন কুখ্যাতের হুমকি ফোন পেয়েও কেন অজয়বাবু পুলিসের সাহায্য নেননি, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে বিহার সহ সাত-আটটি রাজ্য পুলিসের মাথা ব্যথার কারণ এই গ্যাংস্টার ও তার দলবল কতটা ‘বেপরোয়া’ তার প্রমাণ মেলে হামলার ঘটনার এক ঘণ্টার মধ্যেই। পুলিসের আশ্রয়ে ব্যবসায়ী অজয়বাবু তখন থানায় বসে। ‘ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল’ (ভিওআইপি) কলের মাধ্যমে ব্যবসায়ীকে ফোন করে খোদ সুবোধ সিং। পরের বারের জন্য প্রস্তুত থাকার হুমকি দেয় ওই গ্যাংস্টার। বিকেল চারটে নাগাদ বারাকপুরের আরেক প্রোমোটারকে ফোন করে অজয়বাবুর ঘটনার উল্লেখ করে তোলা চেয়ে হুমকি দেয় সুবোধ। এক্ষেত্রেও ব্যবহার করা হয় ভিওআইপি কল। তদন্তকারীরা বলছেন, বাইকে চেপে আসা দুই দুষ্কৃতী আগরপাড়ায় অজয়বাবুর গাড়ির শোরুমের কাছে অপেক্ষা করছিল। বেলা দুটো নাগাদ শোরুম থেকে বের হয়ে অজয়বাবু যাচ্ছিলেন ডোমজুড়ে তাঁর নির্মীয়মাণ স্কুলে। পিছু নেয় ওই দুষ্কৃতীরা। রথতলা মোড়ে সিগন্যাল খোলার পর অজয়বাবুর গাড়ি এগনো মাত্রই বাইকের পিছনের আসনে বসা আকাশি রংয়ের জামা পরা এক দুষ্কৃতী দু’হাতে পিস্তল ধরে নাগাড়ে গুলি চালাতে থাকে। একসময়ে গাড়ির সামনে চলে আসে তারা। থার্মাল সেন্সরে গাড়ি থেমে গেলে, ফের গুলি চালায় ওই দুষ্কৃতী। আতঙ্কিত অজয়বাবুর কথায়—‘একমাত্র ঈশ্বরের কৃপায় বেঁচে গেলাম।’
7Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাদারি উচ্চশিক্ষায় দ্রুত অগ্রগতি ও সেই সূত্রে কর্মপ্রাপ্তির  সুবর্ণ সুযোগ আসতে পারে। মিত্রবেশী শত্রু দ্বারা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৭.৫০ টাকা১১১.২৬ টাকা
ইউরো৮৯.৩০ টাকা৯২.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা