বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

বেলঘরিয়া গুলি কাণ্ডে বেউর জেলে গিয়ে সুবোধ সিংকে জেরা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেলঘরিয়া শ্যুট আউট কাণ্ডে বেউর জেলে বন্দি সুবোধ সিং ওরফে দিলীপকে জেরা করা হয়েছে বলে বারাকপুর সিটি পুলিস সূত্রে খবর। শুক্রবার তদন্তকারীরা ব্যবসায়ী অজয় মণ্ডলকে হুমকি ও তাঁর গাড়িতে গুলি চালানোর ঘটনা নিয়ে গ্যাংস্টারকে একাধিক প্রশ্ন করেন বলে জানা গিয়েছে। পাশাপাশি গুলি চালানোর ঘটনায় অভিযুক্তদের ছবিও তাকে দেখানো হয়।
বেলঘরিয়া গুলিকাণ্ডে নাম জড়ায় সুবোধ সিংয়ের। গ্যাংস্টার জেল থেকে ফোন করে টাকা চেয়েছিল বলে অভিযোগ। তা দিকে গড়িমসি করায় গত শনিবার ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি ঘিরে গুলি চালায় তার গ্যাংয়ের শ্যুটার। ব্যবসায়ী অভিযোগ করতে থানায় গেলে সেখানেও ফোন করে হুমকি দেয় সুবোধ। এরপর আরও বেশ কয়েকবার ডন ও সেকেন্ড ইন কমান্ড রমেশ সিং ফোন করে ওই ব্যবসায়ীকে। ফোন কলের সূত্র ধরে জানা যায়, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল (ভিওআইপি) পদ্ধতিতে ইউক্রেনের সার্ভার ব্যবহার করে কল করা হচ্ছে। বিহার পুলিসের সঙ্গে যোগাযোগ করে বারাকপুর সিটি পুলিস। তারা জানিয়ে দেয়, বেউর জেলে জ্যামার বসানো রয়েছে। তবে জেলের কোন অংশে জ্যামার কাজ করে না, তা ভালো করে জানে সুবোধ গ্যাং। সেখান থেকেই হুমকি ফোনগুলি করা হচ্ছে। তদন্তকারী টিম আদালতের অনুমতি নিয়ে সুবোধকে জেরা করতে যায়। শুক্রবার দীর্ঘ জেরা পর্বে জেলবন্দি এই গ্যাংস্টার তদন্তকারীদের জানিয়েছে, অনেক দিন ধরে সে ব্যবসায়ী অজয় মণ্ডলকে টার্গেট করেছে। টাকা চেয়ে ফোনও করেছে। কিন্তু ব্যবসায়ীর তরফে কোনও রেসপন্স না থাকায় তার নির্দেশমতো শার্প শ্যুটার উত্তর ২৪ পরগনায় যায়। এই জেলায় থাকা সুবোধের টেনিয়ারা শ্যুটারকে রিসিভ করে। ডনের কথামতো ভয় দেখাতে ব্যবসায়ীর গাড়িতে গুলি চালায়। সূত্রের খবর, ওই শ্যুটারের নাম ঠিকানাসহ পুরো পরিচয় তদন্তকারীরা পেয়েছিলেন। সুবোধের দেওয়া তথ্যের সঙ্গে তার মিল রয়েছে বলে খবর। এর প্রেক্ষিতে টিটাগড়ের বিজেপি কাউন্সিলর মণীশ শুক্লা খুনের ঘটনায় অভিযুক্ত বর্তমানে জামিনে থাকা সুবোধের এক লিঙ্কম্যানকে খোঁজা হচ্ছে। 
7Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাগত উচ্চশিক্ষায় দিনটি বিশেষ শুভ। ধৈর্য ধরে মনোযোগ দিয়ে কাজ করুন সাফল্য পাবেন। অর্থ ও...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৪৮ টাকা৮৭.২২ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.৮১ টাকা
ইউরো৮৮.৪৭ টাকা৯১.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     January,   2025
দিন পঞ্জিকা