কলকাতা

হৃষিকেশ পার্কে নিকাশি পাম্পিং স্টেশন, কাজ শুরু করল পুরসভা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এককালে উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিট বা ঠনঠনিয়া এলাকায় নৌকা নামাতে হতো ভারী বৃষ্টি হলে। সেই ভয়াবহ দুর্ভোগ এখন হয় না। তবে এখনও ঠনঠনিয়া কালীবাড়ি সংলগ্ন এলাকা, মুক্তারামবাবু স্ট্রিটের আশপাশের অঞ্চলের মানুষকে বর্ষাকালে ভোগান্তি পোহাতে হয়। গত কয়েক বছর ধরে নিকাশি নালা ডিসিল্টিং বা পলি তোলার কাজ হচ্ছে। ফলে জমা জলের সমস্যা অনেকটা মিটেছে। তবে তা পর্যাপ্ত নয়। তাই সে সমস্যা দূর করতে এই এলাকায় নিকাশি পাম্পিং স্টেশন তৈরির কাজ শুরু হল। বুধবার কাজের সূচনা করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ছিলেন পুরসভার নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিং সহ বিভাগীয় আধিকারিক ও ওয়ার্ডের কাউন্সিলার। কলকাতা পুরসভাকে দ্রুত কাজ শুরুর নির্দেশ দিয়েছে পুর ও নগরোন্নয়ন দপ্তর। সিটি কলেজের সামনে হৃষিকেশ পার্কে এই পাম্পিং স্টেশন তৈরি হচ্ছে। এই কাজের জন্য ৬৭ কোটি ৬০ লক্ষ টাকা খরচ ধরা হয়েছে।  নতুন পাম্পিং স্টেশন দেড় বছরের মধ্যে চালু করে দেওয়া যাবে বলে আশাবাদী নিকাশি বিভাগের আধিকারিকরা। এক আধিকারিক জানান, প্রকল্প শেষ হলে রামমোহন সরণি, বিধান সরণি, কৈলাস বোস স্ট্রিট সহ বেশ কিছু রাস্তায় জল জমার দুর্ভোগ থাকবে না। মহেন্দ্র শ্রীমানি স্ট্রিট, কেশব সেন স্ট্রিট, আচার্য প্রফুল্লচন্দ্র রোডে এখনও জল জমার সমস্যা আছে। নয়া পাম্পিং স্টেশন এই রাস্তাগুলি থেকে জমা জল টেনে নেবে। এর ফলে শুধু ৩৮ নম্বর ওয়ার্ডে থাকা হৃষিকেশ পার্ক সহ সংলগ্ন এলাকাই নয়, আশপাশের আরও পাঁচটি ওয়ার্ডেও জমা জলের ভোগান্তি মিটবে। বাসিন্দাদের অভিযোগ, এই এলাকার কিছু রাস্তায় বছরভর নির্মাণ সামগ্রী ফেলে রাখার ফলেও দুর্ভোগ বাড়ে। কাউন্সিলার সাধনা বসু বলেন, ‘সরকার সবসময়ে মানুষের পাশে আছে। তবু মানুষকে আরও সচেতন হতে হবে। নিজেদের এলাকা পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে এলাকাবাসীর ভূমিকা থাকে। অনেক সময় প্লাস্টিক ও অন্য আবর্জনা ম্যানহোলের মুখ বন্ধ করে দেয়। তার ফলেও জল নামতে দেরি হয়।’-নিজস্ব চিত্র

যে অঞ্চল ও রাস্তায় জমা জলের সমস্যা মিটবে
ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিট, মুক্তারামবাবু স্ট্রিট, বেচু চ্যাটার্জি স্ট্রিট, কলেজ স্ট্রিট, সূর্য সেন স্ট্রিট, কেশব সেন স্ট্রিট, হেরম্ব দাস লেন, রামমোহন সরণি, বিধান সরণি, সুকিয়া স্ট্রিট, বিদ্যাসাগর স্ট্রিট, মদন মোহন বর্মন স্ট্রিট, সীতারাম ঘোষ স্ট্রিট, ঝামাপুকুর লেন, বলাই সিংহ লেন, চালতাবাগান লেন, ফকিরচাঁদ মিত্র লেন, বৈঠকখানা রোড, গোখানা লেন।
৫ ওয়ার্ডে দুর্ভোগ মেটার আশা
২৫,৩৭,৩৮,৩৯,৪০
3d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীরা বিশেষ স্বীকৃতি ও সুনাম পেতে পারেন। পারিবারিক ক্ষেত্রে চাপ। ব্যয় কিঞ্চিৎ বাড়তে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৮ টাকা৮৪.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৩ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৯০ টাকা৯১.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা