কলকাতা

হকার ‘উচ্ছেদে’র বিরুদ্ধে এবার রাস্তায় নামছে বিজেপি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের পুর এলাকায় একতরফা হকার উচ্ছেদের বিরুদ্ধে এবার আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে বিজেপি। বঙ্গ বিজেপির ট্রেড সেল জ্বলন্ত এই ইস্যু নিয়ে শীঘ্রই রাস্তায় নামতে চলেছে। ট্রেড সেলের আহ্বায়ক বৈশালী ডালমিয়ার নেতৃত্বে গেরুয়া শিবির অসহায় ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে চাইছে। দলীয় সূত্রের দাবি, সদ্য সমাপ্ত লোকসভা ভোটে রাজ্যের পুরসভা এলাকাগুলিতে উল্লেখযোগ্য ভালো ফল করেছে বিজেপি। সংশ্লিষ্ট অংশের সমর্থন টিকিয়ে রাখতে অবিলম্বে পার্টির শাখা সংগঠনগুলিকে হকার উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলনে নামার নির্দেশ দিয়েছি শীর্ষ নেতৃত্ব। এ প্রসঙ্গে ট্রেড সেলের আহ্বায়ক বৈশালী ডালমিয়া বুধবার বলেন, বাংলায় বুলডোজার দিয়ে খেটে খাওয়া মানুষদের রুটি-রুজি কেড়ে নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ বামফ্রন্ট আমলে অপারেশন ‘সান সাইন’-এর মতো একাধিক উচ্ছেদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মমতা। বর্তমানে তিনি উল্টো পথে হাঁটছেন। তৃণমূলের প্রাক্তন এই বিধায়ক আরও বলেন, ট্রেড সেলের তরফে হকার ও ব্যবসায়ীদের পাশে আছি। তাঁদের সাথে খুব শীঘ্রই আমরা আলোচনায় বসব। পাশাপাশি পুনর্বাসন ছাড়া কোনও রকমের উচ্ছেদের বিরুদ্ধে ট্রেড সেল প্রতিবাদে সরব হবে বলেও জানান এই বিজেপি নেত্রী। উল্লেখ্য, হাওড়া জেলার অন্তর্গত বালির বিধায়ক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন বৈশালী। এদিনই জনপ্রতিনিধি হিসেবে অতীতের সেই ভয়ঙ্কর স্মৃতির কাহিনী সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তিনি। বৈশালীর দাবি, বিধায়ক থাকাকালীন ওই এলাকার বেআইনি নির্মাণ নিয়ে সর্বোচ্চ পর্যায়ে অভিযোগ করেছিলাম। কোনও কাজ হয়নি। এদিন আক্ষেপের সুরে এই বিজেপি নেত্রী বলেন, মুখ্যমন্ত্রী এতবছর পর স্বীকার করছেন হাওড়ায় বেআইনি নির্মাণ, জবরদখল  ভরে গিয়েছে। সেই সময় ব্যবস্থা নিলে,  মমতাকে আজ এহেন অমানাবিক হতে হতো না।
3d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীরা বিশেষ স্বীকৃতি ও সুনাম পেতে পারেন। পারিবারিক ক্ষেত্রে চাপ। ব্যয় কিঞ্চিৎ বাড়তে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৮ টাকা৮৪.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৩ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৯০ টাকা৯১.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা