কলকাতা

স্টেশনে ঘোষণা ছাড়াই বেরিয়ে যাচ্ছে লোকাল,  বিধাননগর স্টেশনে যাত্রী দুর্ভোগ চরমে

নিজস্ব প্রতিনিধি, বরানগর: সকালের অফিসটাইমের ভিড়ে ঠাসা প্ল্যাটফর্ম। অনেকে কান পেতে দাঁড়িয়ে রয়েছেন আন্ডারপাসে। কেউ কেউ টিকিট কাউন্টারের সামনে অপেক্ষা করছেন। আপ ডানকুনি লোকাল কোন প্ল্যাটফর্মে দেবে, তা জানতেই তাঁদের অপেক্ষা। আচমকা নিত্যযাত্রীর বন্ধুর ফোন— ‘তোর আজ অফ নাকি? ট্রেনে উঠলি না? ট্রেন তো এইমাত্র বিধাননগর ছাড়ল।’ মাথায় বাজ ভেঙে পড়ল তাঁর সহ অপেক্ষারত শতাধিক যাত্রীর। কেউ ক্ষোভে চিৎকার করে উঠলেন। কেউ আবার স্টেশনের অনুসন্ধান বিভাগে গিয়ে তর্ক জুড়ে দিলেন কর্তব্যরত রেলকর্মীর সঙ্গে। ঘোষণা ছাড়াই কীভাবে ট্রেন বেরিয়ে গেল, তা নিয়ে যাত্রীরা একসঙ্গে ক্ষোভ উগরে দিলেন। ঘণ্টাখানেক বসে থাকার পর পরের আপ ডানকুনি লোকাল ঢুকল স্টেশনে। 
রাজ্যের অন্যতম ব্যস্ত বিধাননগর স্টেশনে রেলের ঘোষণা নিয়ে এই ধরনের খামখেয়ালিপনায় চরম দুর্ভোগে পড়ছেন হাজার হাজার নিত্যযাত্রী। তাঁদের অভিযোগ, সঠিকভাবে ঘোষণা না হওয়ার কারণে বহু যাত্রী ট্রেন মিস করছেন। কখনও পড়িমড়ি করে প্ল্যাটফর্ম বদল করতে গিয়ে পড়ে জখম হচ্ছেন অনেকে। কেউ কেউ আবার গোলকধাঁধার মতো আন্ডারপাস দিয়ে এক ও দুই নম্বর প্ল্যাটফর্মের মধ্যে বেশ কয়েকবার পাক খাচ্ছেন। নিত্যযাত্রী দীপক কোলে রবিবার সকালে বিধাননগর স্টেশনে এসেছিলেন। ডানকুনি লোকাল ধরে দক্ষিণেশ্বর যাওয়ার কথা ছিল তাঁর। টিকিট কেটে দাঁড়িয়েছিলেন বিধাননগর স্টেশনের আন্ডারপাসে। ঘোষণা শুনে সেই মতো প্ল্যাটফর্মে যাবেন বলে। কিন্তু কোনও ঘোষণা ছাড়াই ট্রেন চলে যাওয়ায় বহু যাত্রীর মতো তিনিও গন্তব্যে পৌঁছতে পারেননি যথা সময়ে। দীপকবাবু বলেন, ‘এই ঘটনার পর আমরা সবাই মিলে অ্যনাউন্সমেন্ট বিভাগে গিয়ে জানতে চেয়েছিলাম, কীভাবে এটা হল? তাঁরা হাতজোড় করে ভুল স্বীকার করেছেন। ঘণ্টাখানেক দাঁড়িয়ে থেকে আমাদের পরের ট্রেন ধরতে হয়েছে।’ 
শুধু দীপকবাবু নন, বিধাননগর স্টেশনে ট্রেন ধরতে আসা বহু মানুষই এরকম তিক্ত অভিজ্ঞতার সাক্ষী। বারাসতের সুভাষ দত্ত, দমদম ক্যান্টনমেন্টের বাসিন্দা উমেশ যাদব বলেন, ‘বিধাননগর স্টেশনে আপ লাইনের ট্রেন ধরতে আমাদের প্রাণ হাতে দৌড়তে হয়। মাঝেমধ্যে কোনও ঘোষণা ছাড়াই ট্রেন চলে আসে। আবার অনেক সময় ট্রেন ঢোকার সামান্য আগে আচমকা প্ল্যাটফর্ম বদল করে দেওয়া হয়। তখন ফের আন্ডারপাস দিয়ে প্ল্যাটফর্মে পৌঁছতে কালঘাম ছুটে যায়। পড়িমরি করে দৌড়েও অনেকে ট্রেন পান না। নিত্যযাত্রীদের নিয়ে রেলের এই খামখেয়ালিপনা কবে শেষ হবে, কে জানে।’ এ বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘যাত্রী সুরক্ষা, নিরাপত্তা ও পরিষেবার আরও উন্নতি করতে রেল নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ধরনের গুরুতর অভিযোগ অবশ্যই খতিয়ে দেখা হবে। প্রয়োজনে নেওয়া হবে কড়া পদক্ষেপ।’
3Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ছোট ও মাঝারি ব্যবসার প্রসার ও বিক্রয় বৃদ্ধি। অর্থাগম ক্রমশ বাড়বে। মানসিক অস্থিরতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
28th     September,   2024
দিন পঞ্জিকা