কলকাতা

পানিহাটি পুরসভা:  বোর্ড মিটিংয়ের আগেই পদত্যাগ করতে চেয়ে চিঠি অফিসারের

নিজস্ব প্রতিনিধি, বরানগর: পুরসভার অচলাবস্থা কাটাতে গত শনিবার পানিহাটিতে বৈঠক করেছিলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। হুঁশিয়ারির সুরে জানিয়েছিলেন, পরপর তিনটি বোর্ড মিটিং বাতিল হলে পুরবোর্ডই ভেঙে দেওয়া হবে। এই অবস্থায় ২২জুন বোর্ড মিটিংয়ের দিনক্ষণ স্থির করা হয়। সেই বৈঠকের আগের দিন, শুক্রবার পদত্যাগ করতে চেয়ে পুর ও নগোরন্নয়ন দপ্তরকে চিঠি দিলেন পানিহাটি পুরসভার এগজিকিউটিভ অফিসার। জানা গিয়েছে, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে পুরসভার বোর্ড মিটিং গত ছ’মাস ধরে বন্ধ রয়েছে। অভিযোগ, স্থানীয় বিধায়ক বনাম চেয়ারম্যানের লড়াইয়ের মাশুল দিতে হচ্ছে শহরবাসীকে। এবারের ভোটেও তার প্রভাব পড়েছে। সাংসদ সৌগত রায় ২২ তারিখ বোর্ড মিটিং ডাকার কথা বলেছিলেন। সেই মতো শনিবার সাংসদ ও বিধায়কের উপস্থিতিতে বোর্ড মিটিং হওয়ার কথা ছিল। চেয়ারম্যান নিয়ম মেনে বোর্ড মিটিংয়ের চিঠিও করেছিলেন। সূত্রের খবর, বিধায়ক গোষ্ঠীর কাউন্সিলাররা এগজিকিউটিভ অফিসারকে মিটিং ডাকার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তিনি জানিয়েছিলেন, আইন অনুযায়ী চেয়ারম্যান মিটিং ডাকবেন। এরকম একাধিক চাপের কারণে তিনি পদত্যাগ করতে চেয়ে চিঠি পাঠিয়েছেন বলে সূত্রের দাবি। এগজিকিউটিভ অফিসার অসীমকুমার বিশ্বাস বলেন, ‘আমি সম্পূর্ণ ব্যক্তিগত কারণে পদত্যাগপত্র পাঠিয়েছি। এর মধ্যে চাপের কোনও বিষয় নেই।’ পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ বলেন, ‘আমি বাগদায় দলীয় কর্মসূচিতে ছিলাম। বহু রাতে বাড়ি ফিরেছি। বিষয়টি জানি না। খোঁজ নিয়ে দেখব।’ এই বিষয়ে পানিহাটি পুরসভার চেয়ারম্যান মলয় রায় বলেন, ‘ইস্তফাপত্র পেয়েছি। খতিয়ে দেখব, কেন তিনি এমন সিদ্ধান্ত  নিয়েছেন। প্রয়োজনে উচ্চমহলের আধিকারিকদের সঙ্গেও কথা বলব। মন্ত্রী নির্দেশে বোর্ড মিটিং ডাকা হয়েছিল। কারা কী পদক্ষেপ নিচ্ছেন, আমরা নজরে রাখছি।’ 
5d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮২.৬৩ টাকা৮৪.৩৭ টাকা
পাউন্ড১০৪.২২ টাকা১০৭.৬৮ টাকা
ইউরো৮৭.৮৯ টাকা৯১.০১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা