খেলা

আজ জিততেই হবে লুকাকুদের,  জর্জিয়ার মুখোমুখি চেক প্রজাতন্ত্র

কোলন: ইউরোয় প্রথম ম্যাচেই অঘটনের শিকার বেলজিয়াম। স্লোভাকিয়ার কাছে ০-১ লজ্জার হারে রীতিমতো বিপাকে কেভিন ডি’ব্রুইনরা। এমন পরিস্থিতিতে শনিবার কোলন স্টেডিয়ামে রোমানিয়ার বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে নামছে বেলজিয়াম। হারের ধাক্কা ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া ডোমেনিকো টেডেস্কোর দল। অন্যদিকে, ইউক্রেনকে হারিয়ে ইউরো অভিযান শুরু করেছে রোমানিয়া। ছন্দ ধরে রেখে বেলজিয়ামকে বশ মানাতে পারলেই গ্রুপ-ই থেকে নক-আউটের টিকিট অর্জন করবে তারা। তাই শনিবার আরও একটি অঘটন ঘটানোর আশায় বুক বাঁধছেন ডেনিস ড্রাগাসরা।
স্লোভাকিয়ার কাছে প্রথম ম্যাচে বেলজিয়ামের হার উস্কে দিয়েছে ২০২২ বিশ্বকাপের স্মৃতি। কাতারে মেগা আসরের গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছিলেন ডি’ব্রুইনরা। শনিবার জিততে না পারলে ইউরো থেকে বিদায় নিশ্চিত তাদের। কারণ, শুক্রবার স্লোভাকিয়ার বিরুদ্ধে জয় পেয়েছে ইউক্রেন। উল্লেখ্য, প্রথম ম্যাচে মূলত সুযোগ নষ্টের খেসারত দিতে হয়েছিল বেলজিয়ামকে। এর দায় এড়াতে পারবেন না রোমেলু লুকাকু। ইউরোর বাছাই পর্বে ১৪টি গোল করেছিলেন তারকা স্ট্রাইকার। কিন্তু মূলপর্বের প্রথম ম্যাচে সেই ফর্ম উধাও। শনিবার লক্ষ্যভেদের সমস্যা মেটাতে না পারলে দুঃখ রয়েছে টেডেস্কো-ব্রিগেডের। তবে শক্তির নিরিখে প্রতিপক্ষের থেকে অনেক এগিয়ে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে তিন নম্বর দল। মাঝমাঠের ইঞ্জিন ডি’ব্রুইন একাই ব্যবধান গড়ে দিতে পারেন। এছাড়া গতির বিস্ফোরণে বিপক্ষ শিবিরে ভয় ধরাতে ওস্তাদ ডকু। অন্যদিকে, প্রথম ম্যাচে ইউক্রেনকে ৩-০ ব্যবধানে উড়িয়ে আত্মবিশ্বাস তুঙ্গে রোমানিয়ার। বেলজিয়ামের বিরুদ্ধেও উজ্জীবিত ফুটবল মেলে ধরতে মুখিয়ে তারা।
এদিকে, গ্রুপ এফ-এর ম্যাচে শনিবার জর্জিয়ার মুখোমুখি হচ্ছে চেক প্রজাতন্ত্র। প্রথম ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালের কাছে হেরেছে চেকিয়া। তাই নক-আউটের আশা জিইয়ে রাখতে জর্জিয়াকে হারাতে মরিয়া তারা।
5d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮২.৬৩ টাকা৮৪.৩৭ টাকা
পাউন্ড১০৪.২২ টাকা১০৭.৬৮ টাকা
ইউরো৮৭.৮৯ টাকা৯১.০১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা