খেলা

ফ্রান্সকে আটকাল পোল্যান্ড, দুরন্ত জয় অস্ট্রিয়ার

       ফ্রান্স- ১     :    পোল্যান্ড- ১
      অস্ট্রিয়া-৩    :    নেদারল্যান্ডস-২
ডর্টমুন্ড: ম্যাচের আগে টেলিভিশন ক্যামেরার ক্লোজ আপে দেখা গেল এমবাপেকে। হাতে ধরা মাস্ক, দু’চোখ দৃঢ়প্রতিজ্ঞ। পাতলা মাস্ক পরে ফরাসি অধিনায়ক মাঠে নামতেই উচ্ছ্বাস গ্যালারিতে গর্জে উঠলেন ফরাসি সমর্থকরা। চোট কাটিয়ে গ্রুপের শেষ ম্যাচে পোল্যান্ডের হয়ে লিওয়ানডস্কিও মাঠে নামলেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্যাচ ড্র হল ১-১ গোলে। পেনাল্টি থেকে এমবাপে ফ্রান্সকে লিড দেওয়ার পর স্পটকিক কাজে লাগিয়ে দলকে সমতায় ফেরান লিওয়ানডস্কি।  
পোল্যান্ডের বিরুদ্ধে অধিনায়ককে সামনে রেখেই ৪-৩-৩ ফর্মেশনে দল সাজান দিদিয়ের দেশঁ। এমবাপেকে রুখতে গিয়ে ফাউল করে হলুদ কার্ড দেখেন পোল্যান্ডের জিলেস্কি। তাঁর গতি আটকাতে জোনাল মার্কিংয়ের রাস্তায় হাঁটল বিপক্ষ।  এরই মধ্যে ১৯ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন দেম্বেলে। একা প্রতিপক্ষ গোলরক্ষককে পেয়েও হাতে পারেন ফরাসি উইঙ্গার।  ৫৬ মিনিটে দেম্বলেকে প্রতিপক্ষ ডিফেন্ডার বক্সে ফাউল করলে পেনাল্টি পায় ফ্রান্স। জাল কাঁপালে ভুল হয়নি এমবাপের (১-০)। ৭৯ মিনিটে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। লিওয়ানডস্কির পেনাল্টি ফরাসি গোলরক্ষক রুখে দেন। কিন্তু কিক নেওয়ার আগে তিনি গোললাইন ছাড়ায় ফের স্পটকিকের নির্দেশ দেন রেফারি। এক্ষেত্রে লক্ষ্যভেদে ভুল করেননি লিওয়ানডস্কি।  গ্রুপের অন্য ম্যাচে নেদারল্যান্ডসকে ৩-২ গোলে হারিয়ে বড় চমক দিল অস্ট্রিয়া। মরণ  প্রতিপক্ষ অস্ট্রিয়া। মরণ বাঁচন পরিস্থিতিতে  ডাচদের হারাতে শুরু থেকেই আক্রমণাত্মক স্ট্র্যাটেজি নেন কোচ র‌্যাংনিক। ম্যাচে ছয় মিনিটেই লিড পায় অস্ট্রিয়া। বল ক্লিয়ার করতে গিয়ে ভুল করে ফেলেন মালান। বিরতির পর রোনাল্ড কোম্যানের দলকে সমতায় ফেরান গাকপো। এরপর পরের পর নাটকীয় পরিস্থিতিতে জমে ওঠে ম্যাচ (১-১)। ৫৯ মিনিটে শরীর ছুড়ে হেড করে ফের অস্ট্রিয়াকে এগিয়ে দেন রোমানো। এরপর পালা ডাচেদের। মেমফিস ডিপে ২-২ করার পর জয়ের আশা দেখতে শুরু করেন সমর্থকরা। কিন্তু ৮০ মিনিটে দুরন্ত শটে লক্ষ্যভেদ করে ডাচদের সব আশায় জল ঢালেন মার্সেল। দুরন্ত জয়ের পর তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে পরের রাউন্ডে পৌঁছল অস্ট্রিয়া। দ্বিতীয় স্থানে ফ্রান্স। দিদিয়ের দেশঁর দলের পয়েন্ট ৫।
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ছোট ও মাঝারি ব্যবসার প্রসার ও বিক্রয় বৃদ্ধি। অর্থাগম ক্রমশ বাড়বে। মানসিক অস্থিরতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা