খেলা

জর্জিয়ার বিরুদ্ধে গোলের খোঁজে সিআরসেভেন

গেলসেনকিরসেন: গ্রুপ পর্বের প্রথম দু’টি ম্যাচ জিতে ইতিমধ্যেই ইউরোর শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে পর্তুগাল। বুধবার শেষ ম্যাচে জর্জিয়ার বিরুদ্ধে সেই ছন্দ ধরে রাখাই লক্ষ্য ২০১৬ চ্যাম্পিয়নদের। তবে এখনও স্কোরশিটে নাম তুলতে পারেননি মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাই নক-আউটের লড়াইয়ে নামার আগে জর্জিয়ার বিরুদ্ধে গোল করে আত্মবিশ্বাস বাড়িয়ে রাখতে চাইবেন তিনি। প্রতিপক্ষ হিসেবে জর্জিয়া আহামরি না হলেও সতর্ক পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ। উল্লেখ্য, দু’টি ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে গ্রুপ এফ’এ সবার শেষে জর্জিয়া। নক-আউট পর্বে জায়গা পেতে হলে বুধবার জয় ছাড়া কোনও বিকল্প নেই তাদের সামনে।
দেশের জার্সিতে মেজর টুর্নামেন্টে বুধবার ৫০তম ম্যাচে মাঠে নামছেন রোনাল্ডো। কাতার বিশ্বকাপে ব্যর্থতার পর ১৭টি ম্যাচের মধ্যে ১৫টিতে জয় পেয়েছে পর্তুগাল। সিংহভাগ ম্যাচে জাল কাঁপিয়েছেন রোনাল্ডো। তবে গত দু’টি ম্যাচে তাঁর গোল না পাওয়া কিছুটা হলেও চিন্তা বাড়িয়েছে অনুরাগীদের। তবে সেই অভাব অনায়াসেই ঢেকে দিয়েছেন বার্নার্ডো সিলভা, ব্রুনো ফার্নান্ডেজরা। রোনাল্ডো অবশ্য ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়েও দলের সাফল্যকে বেশি গুরুত্ব দিচ্ছেন। তাই তো গত ম্যাচে লক্ষ্যভেদের সুযোগ থাকা সত্ত্বেও ব্রুনো ফার্নান্ডেজকে গোলের জন্য বল সাজিয়ে দিতে দ্বিতীয়বার ভাবেননি সিআরসেভেন। একইসঙ্গে জর্জিয়ার বিরুদ্ধে রিজার্ভ বেঞ্চের শক্তি পরখ করে নিতে চাইবেন কোচ মার্তিনেজ। বিশেষত বর্ষীয়ান ডিফেন্ডার পেপেক বিশ্রাম দিয়ে আন্তোনিও সিলভাকে শুরু থেকে দলে রাখতে পারেন তিনি। এছাড়া প্রথম একাদশে সুযোগ পেতে পারেন হোয়াও ফেলিক্স।
দিনের অপর ম্যাচে তুরস্কের বিরুদ্ধে মাঠে নামবে চেক প্রজাতন্ত্র। দু’ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে তুর্কিরা। আর তৃতীয় স্থানে থাকা চেকের সংগ্রহ এক। তবে দু’দলের কাছেই সুযোগ রয়েছে পরের রাউন্ডে টিকিট নিশ্চিত করা। সেই লক্ষ্যেই জয়ের জন্য ঝাঁপাবে তারা।
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর শিক্ষা ও গবেষণায় বিশেষ অগ্রগতি। নতুন কর্মপ্রাপ্তির খবর পেতে পারেন। প্রেম প্রণয় যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৮ টাকা৮৪.৩২ টাকা
পাউন্ড১০৩.৬৯ টাকা১০৭.১৪ টাকা
ইউরো৮৭.৬৮ টাকা৯০.৭৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা