খেলা

ফিরবে ওয়ান্ডারার্সের রাত, বিশ্বাস শ্রীসন্থের

সুকান্ত বেরা, কলকাতা: ফের টি-২০ বিশ্বকাপ জয়ের দোরগোড়ায় টিম ইন্ডিয়া। শনিবার খেতাবি লড়াইয়ে নামছেন রোহিত শর্মারা। সামনে দুরন্ত ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকা। রোহিতরা কি পারবেন ২০০৭ সালের সেই ওয়ান্ডারার্সের মায়াবি রাত বার্বাডোজে ফেরাতে? কী ভাবছেন ভারতের প্রথম টি-২০ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য এস শ্রীসন্থ। সেদিন তাঁর হাতে জমা পড়েছিল মিসবা উল হকের মহামূল্যবান ক্যাচ। 
এবার রোহিতরা ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাবেন, আশায় শ্রীসন্থ। ফোনে প্রাক্তন পেসার জানালেন, ‘পর পর তিনবার আমরা আইসিসি’র টুর্নামেন্টে ফাইনালে উঠলাম। শেষ দু’বার ফিরতে হয়েছে খালি হাতে। গত বছর মোতেরায় অস্ট্রেলিয়ার কাছে হারটা এখনও ভুলতে পারিনি। আশা করি, এবার আর আশাভঙ্গ হবে না।’  
স্বস্তির মঞ্চে কাঁটা হয়ে বিঁধছে কোহলির অফ-ফর্ম। সমর্থকরা হতাশ। সকলের মনে উঁকি দিচ্ছে একটাই প্রশ্ন, ফাইনালে কি জ্বলে উঠবে বিরাটের ব্যাট? শ্রীসন্থ কিন্তু আশাবাদী। বললেন, ‘ফর্মের গ্রাফ ওঠানামা করে। টুর্নামেন্টে এখনও পর্যন্ত কোহলিকে চেনা মেজাজে পাওয়া যায়নি ঠিকই, কিন্তু মন বলছে ফাইনালের জন্যই সে সেরাটা তুলে রেখেছে। বিরাট রানে ফিরলে ভারতের ব্যাটিং আরও দুর্ধর্ষ লাগবে।’
কোন পাসওয়ার্ডে ট্রফির খরা কাটবে ভারতের? শ্রীসন্থের বিশ্লেষণ, ‘দুই দলের বোলারদের উপরেই ম্যাচের ভাগ্য নির্ভর করছে। একদিকে রাবাডা, নর্তজে, জানসেন, সামসি ও মহারাজ। উল্টোদিকে, বুমরাহ, অর্শদীপ, হার্দিক, কুলদীপ, অক্ষর ও জাদেজা। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এখনও পর্যন্ত অধিকাংশ ম্যাচে স্পিনারদের দাপট দেখা গিয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে অক্ষর-কুলদীপের বোলিং ছিল চোখ ধাঁধানো। এই ফর্ম ধরে রাখতে পারলে ট্রফি জিতবে ভারতই। তবে চ্যাম্পিয়ন লাক বলে একটা কথা আছে। ২০০৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালের কথাই ধরুন। মিসবা তো প্রায় ম্যাচ বের করেই নিয়েছিল। ৪ বলে ওদের দরকার ছিল ৬ রান। কিন্তু ধোনির বুদ্ধিদীপ্ত নেতৃত্বের তারিফ করতেই হবে। ওই মুহূর্তে যোগিন্দর ভাইয়ের হাতে বল তুলে দেওয়ার মধ্যেই তা স্পষ্ট। আমি তো ভেবেছিলাম, আর জিততে পারব না। হঠাৎই দেখলাম মিসবা স্কুপ মারতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ তুলল। দুরুদুরু বুকে ক্যাচটা ধরেছিলাম। তারপর আর কিছু মনে নেই। দিগভ্রান্তের মতো আমরা দৌড়াচ্ছি, একে অপরকে জড়ি ধরে শুভেচ্ছা জানাচ্ছি। ওই মুহূর্ত কখনও ভোলার নয়। আজও মনে হয়, ক্যাচ নয়, আমি ট্রফিই ধরেছিলাম। আশা করব, আমাদের মতোই রোহিতরা এবার হাসিমুখে মাঠ ছাড়বে।’ 
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

দীর্ঘমেয়াদি সঞ্চয় বা শেয়ার থেকে অর্থাগম যোগ। বিদ্যার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় শুভ ফল লাভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৮ টাকা৮৪.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৩ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৯০ টাকা৯১.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
30th     June,   2024
দিন পঞ্জিকা