খেলা

উয়াড়িকে হাফ ডজন গোল মহমেডানের

সৌগত গঙ্গোপাধ্যায়, কলকাতা: উয়াড়িকে ছ’গোলের মালা পরিয়ে ঘরোয়া লিগে অভিযান শুরু মহমেডান স্পোর্টিংয়ের। লিগ জয়ের হ্যাটট্রিক করা সাদা-কালো ব্রিগেডের নজরে চতুর্থ খেতাব। মঙ্গলবার  ম্যাচে জোড়া লক্ষ্যভেদ সজল বাগ ও লালথানকিমার। এছাড়া স্কোরশিটে নাম তুলেছেন অ্যাশলে কোলি এবং অ্যাডিসন সিং।
আতসবাজি, লেজার শোয়ের সঙ্গে জিৎ গাঙ্গুলির অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও। লিগের উদ্বোধনের সঙ্গে তাল মিলিয়েই ঝলমলে সাদা-কালো ব্রিগেড। ৩২ মিনিটে মহমেডানকে এগিয়ে দেন সজল বাগ। ডান দিক দিয়ে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে কাটিয়ে জাল কাঁপান তরুণ মিডিও (১-০)।  দ্বিতীয়ার্ধে আর সাদা-কালো ব্রিগেডের সামনে দাঁড়াতে পারেনি উয়াড়ি। ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সজল। দূরপাল্লার শটে লক্ষ্যভেদ প্রাক্তন চেন্নাইয়ান এফসির মিডিও (২-০)। ৬৬ মিনিটে দুরন্ত আউটস্টেপে জাল কাঁপিয়ে ৩-০ করেন অ্যাশলে কোলি। ৭৬ মিনিটে লক্ষ্যভেদ অ্যাডিসন সিংয়ের (৪-০)। আর ৭৯ ও ৮৬ মিনিটে পঞ্চম ও ষষ্ঠ গোল করেন  সুপার-সাব লালথানকিমা (৬-০)। এদিকে, শনিবার উদ্বোধনী ম্যাচের সাইডলাইনে বাকি দলগুলির সঙ্গে মোহন বাগানের পতাকা ছিল না। আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, ‘মোহন বাগানকে মেল পাঠানো হয়েছিল। ওরা পতাকা পাঠায়নি।’ 
মহমেডান স্পোর্টিং-৬   :    উয়াড়ি-০
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ছোট ও মাঝারি ব্যবসার প্রসার ও বিক্রয় বৃদ্ধি। অর্থাগম ক্রমশ বাড়বে। মানসিক অস্থিরতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
28th     September,   2024
দিন পঞ্জিকা