খেলা

ম্যান সিটিকে টপকে শীর্ষে লিভারপুল

লন্ডন: প্রিমিয়ার লিগে লিভারপুলের দুরন্ত ফর্ম অব্যাহত। শনিবার অ্যাওয়ে ম্যাচে উলভসকে ২-১ ব্যবধানে হারিয়ে টেবিলের শীর্ষে উঠে এল আর্নে স্লটের দল। ৬ ম্যাচে তাদের সংগ্রহ ১৫ পয়েন্ট। জয়ী দলের দুই গোলদাতা ইব্রাহিমা কোনাতে ও মহম্মদ সালাহ। উলভসের হয়ে জাল কাঁপিয়েছেন নওরি। অন্যদিকে, টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট নষ্ট করে শীর্ষস্থান খুইয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সিটিজেনরা। এদিন নিউকাসলের বিরুদ্ধে ১-১ ড্র করেছে পেপ গুয়ার্দিওলার দল। প্রথমার্ধে জসকো গভারদিওলের গোলে লিড নিয়েও তা ধরে রাখতে ব্যর্থ ম্যান সিটি। ৫৮ মিনিটে পেনাল্টি থেকে নিউকাসলকে লড়াইয়ে ফেরান অ্যান্টনি গর্ডন। এরপর একাধিক সুযোগ পেলেও জয়সূচক গোল তুলে নিতে ব্যর্থ আর্লিং হালান্ডরা।
লিগের অপর ম্যাচে শেষলগ্নে জোড়া গোলে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল আর্সেনাল। শনিবার ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে লেস্টার সিটিকে ৪-২ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে মিকেল আর্তেতার ছেলেরা। ৬ ম্যাচে আর্সেনালের সংগ্রহ ম্যান সিটির সমান ১৪ পয়েন্ট। তবে গোলপার্থক্যে পিছিয়ে বুকায়ো সাকারা। উল্লেখ্য, গত ম্যাচে পেপের দলের বিরুদ্ধে শেষলগ্নের গোলে জয় হাতছাড়া ক঩রেছিল গানাররা। তবে এদিন পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল তারা। জোড়া গোলে ম্যাচের নায়ক লিয়ান্দ্রো ট্রসার্ড। এছাড়া স্কোরশিটে নাম তোলেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও কাই হাভার্টজ। লেস্টারের হয়ে জোড়া গোল জেমস জাস্টিনের। অন্যদিকে, ঘরের মাঠে ব্রাইটনের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ৪-২ গোলে জয় তুলে নিল চেলসি। দ্য ব্লুজের হয়ে হ্যাটট্রিক সহ একাই চার গোল কোল পামারের। উল্লেখ্য, প্রিমিয়ার লিগের ম্যাচে প্রথম ফুটবলার হিসেবে প্রথমার্ধেই চার গোলের নজির গড়লেন ২২ বছর বয়সি পামার। এই জয়ের সুবাদে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে চেলসি।
নিউকাসল- ১     :       ম্যান সিটি- ১
আর্সেনাল- ৪      :   লেস্টার সিটি- ২
চেলসি- ৪          :           ব্রাইটন- ২
উলভস-১          :          লিভারপুল-২
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ছোট ও মাঝারি ব্যবসার প্রসার ও বিক্রয় বৃদ্ধি। অর্থাগম ক্রমশ বাড়বে। মানসিক অস্থিরতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
28th     September,   2024
দিন পঞ্জিকা