খেলা

আইপিএলে এবার ম্যাচ ফি পাবেন ক্রিকেটাররা

বেঙ্গালুরু: খুব সম্ভবত ছয়জন ক্রিকেটারকে ধরে রাখতে বা ‘রিটেইন’ করতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা। আইপিএলের আসন্ন নিলামে ‘রাইট-টু-ম্যাচ’ কার্ডও রয়েছে তার মধ্যে। রবিবার বেঙ্গালুরুতে বোর্ডের বার্ষিক সাধারণ সভার পরই এই পরিকল্পনা সরকারিভাবে ঘোষিত হবে বলে মনে করছে ক্রিকেট মহল। তবে শনিবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে এমন সিদ্ধান্তই নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মোট ছয়জন ক্রিকেটারকে রেখে দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর পড়লে প্রতিযোগিতার ইতিহাসে এটাই হবে সর্বাধিক ‘রিটেইনশন’।
মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংসের মতো আইপিএলের সফল ফ্র্যাঞ্চাইজিরা বেশি সংখ্যক ক্রিকেটারকে ‘রিটেইন’ করতে চাইছে। সভায় সেই দাবি মেনেই সংখ্যাটা ছয় হতে চলেছে। আর সেই সুবিধা কাজে লাগিয়ে সিএসকে চাইলে মহেন্দ্র সিং ধোনিকে ‘আনক্যাপড ক্রিকেটার’ হিসেবে কম দামে রেখে দিতে পারবে। পাশাপাশি জানা গিয়েছে, আইপিএলে ইমপ্যাক্ট রুল নিয়ম আগামী মরশুমেও বলবৎ থাকবে। বাড়ছে টাকার অঙ্কও। দলগুলি হাতে ১২০ কোটি টাকা নিয়ে নিলামে যাবে বলেই খবর। গত বছরের তুলনায় যা ২০ কোটি বেশি। নভেম্বরের মাঝামাঝি বা শেষের দিকে নিলাম হওয়ার কথা। কোনও ফ্র্যাঞ্চাইজি যদি পাঁচজন ক্রিকেটারকেও ‘রিটেইন’ করে তবে তার জন্য লাগছে মোট ৭৫ কোটি টাকা। বোর্ড সচিব জয় শাহ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্রিকেটারদের ম্যাচ ফি চালুর কথাও জানান। এখন থেকে আইপিএলে প্রতি ম্যাচের জন্য ক্রিকেটাররা ম্যাচ ফি হিসেবে পাবেন ৭.৫ লক্ষ টাকা। অর্থাৎ, কোনও ক্রিকেটার আইপিএল মরশুমে সব ম্যাচ খেললে পাবেন ১ কোটি ৫ লক্ষ টাকা। উল্লেখ্য, এটা চুক্তিবদ্ধ অঙ্কের মধ্যে পড়ছে না। প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিকে মরশুমে ম্যাচ ফি হিসেবে দেওয়া হবে ১২ কোটি ৬০ লক্ষ টাকা। আইপিএলে যা নতুন যুগের সূচনা করতে চলেছে বলে দাবি বোর্ডের।
এদিকে, রবিবার বোর্ডের বার্ষিক সাধারণ সভায় আইসিসি’তে ভারতের প্রতিনিধিত্ব কে করবেন, তা চড়ান্ত হবে। দুবাইতে অক্টোবরের শেষের দিকে আইসিসি কনক্লেভ রয়েছে। তখনও বিসিসিআই সচিবের পদে থাকবেন জয় শাহ। আইসিসি চেয়ারম্যান হিসেবে তাঁর দায়িত্ব নেওয়ার কথা ১ ডিসেম্বর। শোনা যাচ্ছে, বোর্ড সভাপতি রজার বিন্নিকে আইসিসি’র সভায় দেখা যেতে পারে। পরবর্তী বোর্ড সচিব কে হবেন তা নিয়ে আবার ক্রিকেট মহলে রয়েছে আগ্রহ। দু’টি নাম ভাসছে। একজন হলেন গুজরাত ক্রিকেট সংস্থার সচিব অনিল প্যাটেল। অন্যজন প্রয়াত অরুণ জেটলির পুত্র রোহন জেটলি। উল্লেখ্য, রোহন এখন দিল্লি ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট। তবে এগিয়ে অনিলই।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ছোট ও মাঝারি ব্যবসার প্রসার ও বিক্রয় বৃদ্ধি। অর্থাগম ক্রমশ বাড়বে। মানসিক অস্থিরতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
28th     September,   2024
দিন পঞ্জিকা