খেলা

কোপায় সহজ জয় আর্জেন্তিনার

আর্জেন্তিনা-২                 :             কানাডা-০

আটলান্টা: রেকর্ড বুকে নাম তোলা অভ্যাসে পরিণত করেছেন লায়োনেল মেসি! শুক্রবার কোপাতে সর্বাধিক ম্যাচ খেলার কীর্তি গড়লেন বাঁ পায়ের জাদুকর (৩৫)। আর ক্যাপ্টেনের বিশেষ দিন স্মরণীয় করতে ভুল হয়নি জুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্তিনেজের। দুই স্ট্রাইকারের লক্ষ্যভেদে শুক্রবার কানাডার বিরুদ্ধে ২-০ জয়ে কোপা অভিযান শুরু আর্জেন্তিনার। জাল না কাঁপালেও দু’টি গোলেই অবদান রেখেছেন এলএমটেন।
টুর্নামেন্টের প্রথম ম্যাচ বরাবরই কঠিন। শুক্রবার আটলান্টা স্টেডিয়ামে লায়োনেল স্কালোনি-ব্রিগেডকে প্রথমার্ধে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল কানাডা। বেশ কয়েকবার আর্জেন্তিনার রক্ষণে ভয় ধরিয়েছিলেন আলফান্সো ডেভিসরা। তবে লক্ষ্যভেদে ব্যর্থ তাঁরা। পাশাপাশি প্রশংসা করতে হবে আর্জেন্তিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজেরও। ৪৪ মিনিটে স্তেফেনের হেড দুরন্ত তত্পরতার সঙ্গে সেভ করেন তিনি। অন্যদিকে, আর্জেন্তিনা কোচ স্কালোনি এদিন ৪-৪-২ ফর্মেশনে দল সাজিয়েছিলেন। আক্রমণভাগে মেসির সঙ্গে আলভারেজ। অষ্টম মিনিটেই লিড নিতে পারত আর্জেন্তিনা। কিন্তু ওয়ান ইজ টু ওয়ান পরিস্থিতিতে কানাডার গোলরক্ষককে পরাস্ত করতে ব্যর্থ ডি’মারিয়া।
ম্যাচের দু’দিন আগে আটলান্টা স্টেডিয়ামের ঘাস পরিবর্তন করা হয়েছে। মাঠের অসমান বাউন্সের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হচ্ছিল মেসিদের। তবে দ্বিতীয়ার্ধে আর্জেন্তিনাকে অনেক বেশি সংঘবদ্ধ দেখায়। ৪৯ মিনিটেই স্কালোনি-ব্রিগেডকে এগিয়ে দেন জুলিয়ান আলভারেজ। মেসির বাড়ানো বল বক্সে পেয়ে প্রতিপক্ষের গোলরক্ষকের চ্যালেঞ্জের মুখে পড়েন ম্যাক অ্যালিস্টার। ফিরতি বল ফাঁকায় পেয়ে জালে জড়ান আলভারেজ (১-০)। উল্লেখ্য, এদিন ম্যাক অ্যালিস্টারকে মাঝমাঠে বাঁদিকে খেলান কোচ স্কালোনি। পজিশনে পরিবর্তনের ফলে তাঁকে খুব একটা সাবলীল দেখায়নি। তবে কাজের কাজ করে দিয়েছেন। এরপর ৬৫ মিনিটে ব্যবধান দ্বিগুণের সুযোগ হাতছাড়া করেন মেসি। গোলরক্ষককে একা পেয়েও জাল কাঁপাতে ব্যর্থ মহাতারকা। ৭৯ মিনিটেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। মেসিকে এমন সুযোগ নষ্ট করতে সচরাচর দেখা যায় না। তবে ৯ মিনিট পরই দুরন্ত গোলে আর্জেন্তিনার জয় নিশ্চিত করেন সুপার-সাব মার্তিনেজ। মেসির ডিফেন্স চেরা পাস ধরে গোলরক্ষককে হার মানান ইন্তার মিলানের স্ট্রাইকার (২-০)। ম্যাচে সহজ জয় এলেও মাঠ নিয়ে অসন্তুষ্ট আর্জেন্তিনার ফুটবলাররা। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বলেন, ‘কর্তৃপক্ষের উচিত মাঠের উন্নতি করা। না হলে ইউরোর পিছনেই থেকে যাবে কোপা।’
5d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

জমি, গৃহাদি বা যানবাহনাদি ক্রয়-বিক্রয়ে লাভ ভালো হবে। কাজকর্মে সুনাম। আর্থিকভাব শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮২.৬৩ টাকা৮৪.৩৭ টাকা
পাউন্ড১০৪.২২ টাকা১০৭.৬৮ টাকা
ইউরো৮৭.৮৯ টাকা৯১.০১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা