রাজ্য

পুলকারের জন্য পরিবহণ দপ্তরের বিশেষ নির্দেশিকা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের স্কুল পড়ুয়াদের সুরক্ষায় অভিনব উদ্যোগ নিল পরিবহণ দপ্তর। বাড়ি থেকে স্কুলে যাতায়াতের জন্য অভিভাবকদের বড় অংশ তাঁদের ছেলে-মেয়েকে বাস অথবা পুলকারের চালকদের হাতে ছেড়ে দেন। এই যাত্রাপথে বাড়তি সুরক্ষা বলয় তৈরি করার লক্ষ্যে সুসংহত নির্দেশিকা জারি করল পরিবহণ দপ্তর। এর মূল উদ্দেশ্য স্কুলবাস কিংবা পুলকারের উপর সরকারি নজরদারি। পাশাপাশি অভিভাবক, স্কুল কর্তৃপক্ষ এবং পুলকার চালক কিংবা মালিকদের মধ্যে প্রকৃত সমন্বয়সাধনের মাধ্যমে অনভিপ্রেত ঘটনা এড়ানো। 
শুক্রবার পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এই নির্দেশিকা প্রকাশ করেন। তাঁর কথায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ স্লোগানকে সামনে রেখেই গোটা পরিকল্পনা রূপায়িত হয়েছে। স্কুল পড়ুয়াদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সেই লক্ষ্যে দীর্ঘদিন ধরে আমরা স্কুল শিক্ষা দপ্তর, পুলিস, স্কুল কর্তৃপক্ষ, অভিভাবক সমিতি ও পুলকার সংগঠনের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা চালিয়েছি। সব পক্ষের মতামত নিয়েই গোটা ব্যবস্থা পরিচালনার সুবিধায় এই নির্দেশিকা প্রকাশ। এটি গোটা রাজ্যেই কার্যকর করা হবে। 
মন্ত্রীর পরামর্শ, এক্ষেত্রে বাড়তি সচেতন হতে হবে অভিভাবকদেরও। স্কুলবাস কিংবা পুলকারের নম্বর, গাড়ির স্বাস্থ্য, চালকের বিস্তারিত তথ্য সম্পর্কে ওয়াকিবহাল হতে হবে। 
বাবা-মায়ের উদ্দেশে মন্ত্রীর বার্তা, মোবাইলে পরিবহণ দপ্তরের অ্যাপ রাখুন। সেখানে বাচ্চার পুলকারের নম্বর দিলেই সংশ্লিষ্ট গাড়ির যাবতীয় তথ্য চলে আসবে। বিধি মেনে সমস্ত সরকারি কাগজপত্র না-থাকলে দ্রুত পুলিসকে জানান। তাতে অবাঞ্ছিত ঘটনা অনেকটাই কমবে। 
4Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

দীর্ঘমেয়াদি সঞ্চয় বা অন্যান্য ক্ষেত্র থেকে অর্থাগমের উত্তম যোগ। ভুল পরিকল্পনায় কাজকর্মে বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬১ টাকা৮৪.৭০ টাকা
পাউন্ড১০৭.৫২ টাকা১১০.৪৫ টাকা
ইউরো৮৯.৯৯ টাকা৯২.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     November,   2024
দিন পঞ্জিকা