শরীর ও স্বাস্থ্য

বাতায়নিকের সুবর্ণজয়ন্তী উত্‍সব

১৯৭২ সালের পয়লা বৈশাখ রবীন্দ্র চর্চা কেন্দ্র বাতায়নিকের প্রতিষ্ঠা করেন ডাঃ শৈলেন দাস। সংস্থাটির নামকরণ করেছিলেন সাহিত্যিক শ্যামল সেন। শুরুর দিন থেকেই বাতায়নিককে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন সুচিত্রা মিত্র, চিত্রলেখা ঘোষ, ডাঃ ক্ষেত্র গুপ্ত, ডাঃ জলধর দেবনাথ, নেপাল মজুমদার, ডাঃ রমেন পোদ্দার, গৌরীনাথ শাস্ত্রী, শঙ্খ ঘোষ প্রমুখ খ্যাতনামা শিল্পী। ক্রমশ নাগের বাজার বারাসত ও বনগাঁয় তৈরি হয়েছে তার শাখা। একাধিক সফল গীতিনাট্য ও আলেখ্য রচনার পাশাপাশি বিশ্বভারতীর মতো মর্যাদাপূর্ণ মঞ্চে সঙ্গীত পরিবেশনও করে বাতায়নিক। ২০০১ সালের ১৩ আগস্ট সংস্থার প্রাণপুরুষ ডাঃ শৈলেন দাসের আকস্মিক প্রয়াণ ঘটে। তবে বাতায়নিকের হাল ধরেন ছাত্রছাত্রী ও  ডাঃ শৈলেন দাসের কৃতী সন্তান, চক্ষুরোগ বিশেষজ্ঞ রবীন্দ্রানুরাগী ডাঃ অনন্যব্রত দাস। সহযোগিতায় এগিয়ে আসেন স্ত্রী বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ ডাঃ দেবলীনা ব্রহ্ম। ২০১৮ সালে উদ্বোধন হয় বাতায়নিকের নিজস্ব মঞ্চ ডাঃ শৈলেন দাস ভবনের। নানা সমাজকল্যাণমূলক কাজেও বাতায়নিক অগ্রণী ভূমিকা পালন করে। সেই বাতায়নিকের ৫০ বছরের পূর্তি উপলক্ষে দমদম মিউনিসিপ্যাল টাউনহলে আয়োজিত হল সুবর্ণজয়ন্তী উত্‍সব। সেদিন উপস্থিত ছিলেন শ্রীকান্ত আচার্য, পূবালী দেবনাথ, দেবারতি সোম, স্বপন সোম, সুমন পান্থি, স্বরূপ পাল, পরাগ বরণ, প্রবীর ব্রহ্মচারী, রত্না মিত্র, দেবশ্রী বিশ্বাস, স্বাতী পাল, বিশ্বরূপ রুদ্র, সুদেষ্ণা রুদ্র, সুমন্ত বসু, পুলক সরকার, অনন্যব্রত দাস-এর মতো সঙ্গীত ও বাচিক শিল্পীরা। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন ডাঃ অনন্যব্রত দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবাশিস বসু এবং দোয়েল সাহা।
7d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮২.৬৩ টাকা৮৪.৩৭ টাকা
পাউন্ড১০৪.২২ টাকা১০৭.৬৮ টাকা
ইউরো৮৭.৮৯ টাকা৯১.০১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা