কলকাতা

অভিযুক্ত জামাইয়ের ফাঁসির দাবি, কোর্ট চত্বরে বিক্ষোভ বধূর পরিবারের

সংবাদদাতা, কল্যাণী: জামাইয়ের ফাঁসির দাবিতে শুক্রবার কল্যাণী মহকুমা আদালত চত্বরে বিক্ষোভ দেখালেন মৃতার পরিবার। মৃত গৃহবধূর নাম দোয়েল হালদার বর্মন (৩০)। অভিযুক্ত জামাইয়ের নাম অমিয় বর্মন। ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করেছে কল্যাণী থানার পুলিস। অভিযোগ, গত ১৪ মে কল্যাণীর বি ২ এলাকায় ডেকে নিয়ে গিয়ে দোয়েলকে এলোপাথাড়ি কোপ মারে অমিয়। প্রথমে কল্যাণীর জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় দোয়েলকে। সাতদিন পর সেখান থেকে কল্যাণীর এইমসে স্থানান্তরের সময় পথেই মৃত্যু হয় তাঁর। এরপর কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন দোয়েলের পরিবার। গ্রেপ্তার হয় অমিয়। বর্তমানে সে জেল হেফাজতে রয়েছে। এদিন অমিয়ের ফাঁসির দাবিতে আদালতের সামনে প্ল্যাকার্ড ও দোয়েলের ছবি হাতে নিয়ে বিক্ষোভ দেখান তাঁর পরিবার। তাঁদের দাবি, অমিয়ের বাড়ি বিজপুর থানা এলাকার হালিশহরে। দোয়েলের বাড়ি কল্যাণীর বি ২ এলাকায়। অমিয়র সঙ্গে প্রেম করেই বিয়ে হয় ওই যুবতীর। বিয়ের পর দোয়েলের উপর শারীরিক অত্যাচার করা হতো বলে অভিযোগ বধূর পরিবারের। এরপর শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে চলে আসেন দোয়েল। ক্ষমা চাওয়ার অছিলায় অমিয় দোয়েলকে কল্যাণী বি ২ এলাকায় ডেকে পাঠায়। তিনি সেখানে এলে অমিয় তাঁকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ মারে বলে অভিযোগ। তার জেরেই মৃত্যু হয় দোয়েলের। অমিয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়। সেই অভিযোগ তুলে নেওয়ার জন্য সে হুমকি দিয়েছে বলে অভিযোগ মৃতার পরিবারের। তদন্ত চলছে।-নিজস্ব চিত্র
5d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮২.৬৩ টাকা৮৪.৩৭ টাকা
পাউন্ড১০৪.২২ টাকা১০৭.৬৮ টাকা
ইউরো৮৭.৮৯ টাকা৯১.০১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা