কলকাতা

৬ মাস ধরে বন্ধ চুঁচুড়ার একমাত্র মৃতদেহ সংরক্ষণ কেন্দ্র ও শ্মশান
 

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া ও সংবাদদাতা, উলুবেড়িয়া: শবদাহের জন্য চুঁচুড়া পুরসভার একমাত্র বৈদ্যুতিক চুল্লিটি প্রায় ছ’মাস ধরে বন্ধ। এনিয়ে বাসিন্দাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, শ্যামবাবুর ঘাটের ওই শ্মশানে মৃতদেহ সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। বাড়তি এই সুবিধার কারণে এই শ্মশানে দেহ নিয়ে আসতে চান অনেকে। জানা গিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে মাস ছ’য়েক আগে মৃতদেহ সংরক্ষণ ব্যবস্থা বিকল হয়ে পড়ে। তা এখনও মেরামত করা হয়নি। ফলে ওই শ্মশানে শবদাহও কমতে থাকে। শেষ পর্যন্ত শ্মশানটি বন্ধ করে দেওয়া হয়। ফলে চুঁচুড়ার মানুষকে মৃতদেহ নিয়ে এখন ত্রিবেণী বা চন্দননগর ছুটতে হচ্ছে। পুরসভার চেয়ারম্যান অমিত রায় বলেন, ‘ওখানে বড় রকমের সমস্যা হয়েছে। মেরামত করতে প্রচুর টাকা দরকার। নির্বাচনের জন্য এতদিন টেন্ডার করা যায়নি। দ্রুত ওই শব সংরক্ষণ কেন্দ্র ও শ্মশান চালুর জন্য পদক্ষেপ করা হবে।’
অন্যদিকে, যান্ত্রিক গোলযোগের কারণে হাওড়ার বাউড়িয়ায় বৈদ্যুতিন চুল্লিটিও গত ন’দিন ধরে খারাপ হয়ে পড়েছিল। উলুবেড়িয়া পুরসভার তরফে জানানো হয়েছিল, যুদ্ধকালীন তৎপরতায় চুল্লি মেরামতির কাজ চলছে। আজ, শনিবার বেলা ৩টে থেকে পুনরায় চুল্লিটি চালু হচ্ছে বলে খবর। প্রসঙ্গত, ২০২০ সালে বাউড়িয়ায় হাওড়া গ্রামীণ এলাকার একমাত্র বৈদ্যুতিক চুল্লিটির উদ্বোধন করেছিলেন তৎকালীন বিধায়ক তথা বর্তমানে রাজ্যের মন্ত্রী পুলক রায়। প্রতি মাসে এই বৈদ্যুতিন চুল্লিতে গড়ে ৩০০টি শব দাহ করা হয়। গত ১৩ জুন বিকেল থেকে চুল্লিটি খারাপ ছিল। চুল্লির মোটর পুড়ে গিয়েছিল। চুল্লিটি সারাতে প্রায় ৬৫ হাজার টাকা খরচ হয়। মনে করা হচ্ছে, অত্যধিক গরমের কারণেই এই বিপত্তি। চুল্লি ঠান্ডা করার পর মেরামতির কাজ শুরু হয়। উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস জানান, অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ হয়েছে। আজ, শনিবার থেকে পুনরায় কাজ করবে বৈদ্যুতিক চুল্লি। 
5d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮২.৬৩ টাকা৮৪.৩৭ টাকা
পাউন্ড১০৪.২২ টাকা১০৭.৬৮ টাকা
ইউরো৮৭.৮৯ টাকা৯১.০১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা