খেলা

রোনাল্ডোকে রোখাই বড় চ্যালেঞ্জ তুরস্কের

ডর্টমুন্ড: সিআরসেভেনের অপেক্ষায় ‘গ্রিন মেট্রোপলিস।’ সাজানো শহর ডর্টমুন্ডের ফুটবল সংস্কৃতি বেশ আকর্ষণীয়। ঝাঁ চকচকে সকার মিউজিয়াম অনুরাগীদের ভিড়ে  গমগম করছে। জার্মান জায়ান্ট বরুসিয়া ডর্টমুন্ডকে ঘিরে সমর্থকদের আবেগ আকাশছোঁয়া। শনিবার ইউরোয় বরুসিয়ার দুর্ভেদ্য দুর্গে তুরস্কের মুখোমুখি পর্তুগাল। প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারায় রবার্তো মার্তিনেজের পর্তুগাল। অন্যদিকে জর্জিয়াকে ৩-১ গোলে উড়িয়ে সমীহ আদায় করে নিয়েছে তুরস্ক। আক্রমণাত্মক ফুটবলে একে অন্যকে টেক্কা দিতে তৈরি দু’পক্ষ। বিশেষজ্ঞদের মত, হাই-ভোল্টেজ ম্যাচে একাধিক গোলের সম্ভাবনা রয়েছে। 
চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে কনসেসাওয়ের শেষ মুহূর্তের গোল উতরে দেয় পর্তুগালকে। লক্ষ্যভেদে উদগ্রীব রোনাল্ডো জাল কাঁপাতে ব্যর্থ। বিশ্বস্ত ফ্রি-কিক বেলুনের মতো আকাশে উড়ে যায়। স্পটজাম্পে সবাইকে টপকালেও হেডে চেনা তীক্ষ্ণতা অদৃশ্য। ষষ্ঠ ইউরো কাপে দেশের প্রতিনিধিত্ব করছেন পর্তুগিজ মহাকারকা। ৩৯ পেরনো সিআর সেভেনের হয়তো এটাই শেষ ইউরো। অবাক করা তথ্য, তিনবারের সাক্ষাতে একবারও তুরস্কের জাল কাঁপাতে পারেননি তিনি। অনুরাগীদের আশা, শনিবার এক সিলিন্ডার তাগিদ নিয়ে মাঠে নামবেন রোনাল্ডো। তাঁকে সামনে রেখেই দল সাজাচ্ছেন কোচ মার্তিনেজ। আগের ম্যাচে সুপার-সাব জোতা ও পেড্রো নেটো ম্যাচের রং বদলে দেন। তুরস্কের বিরুদ্ধে প্রথম এগারোয় দেখা যেতে পারে তাঁদের। প্রান্তিক আক্রমণে রাফায়েল লিয়াও পেনিট্রেটিভ জোনে খেই হারিয়ে ফেলছেন। তাঁকে দ্বিতীয়ার্ধে ব্যবহারের সম্ভাবনা প্রবল। একইসঙ্গে ডিফেন্ডার পেপেও চিন্তা বাড়াচ্ছেন। ম্যাচের আগে জোর চর্চা, পেপের হাল দেখে তুরস্কের কোচের চোখ চকচক করছে। পরিসংখ্যানের বিচারে অবশ্য অনেক পিছিয়ে তারা। ইউরোয় তিনবারের মুখোমুখি সাক্ষাতে পর্তুগালের বিরুদ্ধে জয়হীন তুরস্ক। পাশার দান এবার বদলে দিতে মরিয়া কোচ ভিনসেঞ্জ মন্তেলা।
হাসান সাস, হাকান সুকুরদের তুরস্কে এবার নজর টানছেন আড্রা গুলার। জার্জিয়ার বিরুদ্ধে ৩০ গজ দূর থেকে  নেওয়া বাঁ পায়ের সোয়ার্ভিং শটে গোল চলতি ইউরোয় অন্যতম সেরা। রিয়াল মাদ্রিদের গুলার তুরস্কের তুরুপের তাস। পাশাপাশি মার্ট মালডুর ও আরতুকোগ্লুও প্রথম ম্যাচে দারুণ নজর কেড়েছেন। পোড়খাওয়া কোচ মন্তেলা নিজের মতো ঘুটি সাজাচ্ছেন। ব্রুনো ফার্নান্ডেজকে আটকে প্রতিপক্ষের বল সাপ্লাই কেটে দিতে চান তিনি। প্রয়োজনে টাফ ফুটবল খেলতেও দ্বিধা করবে না তাঁর দল। মোদ্দা কথা, পর্তুগালকে হারিয়ে শনিবারই পরের রাউন্ড নিশ্চিত করে ফেলতে চায় তুরস্ক।
 
5d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮২.৬৩ টাকা৮৪.৩৭ টাকা
পাউন্ড১০৪.২২ টাকা১০৭.৬৮ টাকা
ইউরো৮৭.৮৯ টাকা৯১.০১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা