কলকাতা

নিখোঁজ থাকার পর যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, প্রেমিকার পরিবারের বিরুদ্ধে খুনের অভিযোগ
 

সংবাদদাতা, উলুবেড়িয়া: দু’দিন নিখোঁজ থাকার পর শুক্রবার এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে আমতা ২ নম্বর ব্লকের রঞ্জয়বাড় এলাকায়। এই অঞ্চলটি জয়নগর থানার অধীন। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম কৌশিক রায় (২১)। ওই যুবকের পরিবারের দাবি, তাঁদের ছেলেকে খুন করা হয়েছে। প্রেমিকার আত্মীয়রাই কৌশিককে অপহরণ করেছিল। তার দু’দিন বাদে তাকে বাড়ির কাছেই একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
গত বুধবার সকালে বাড়ি থেকে বেরনোর পর নিখোঁজ হয়ে যান কৌশিক। এই দু’দিন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও বাড়ির লোকজন তাঁর হদিশ পাননি। এদিন সকালে বাড়ির কাছেই রামপুর খাল সংলগ্ন একটি গাছে কৌশিককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরাই পুলিসে খবর দেন। জয়পুর থানার পুলিস ঘটনাস্থলে এলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর পুলিস মৃতদেহটি উদ্দার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে নিয়ে গিয়েছে। মৃত যুবকের পরিবার কৌশিকের প্রেমিকা সহ তিনজনের নামে জয়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। জয়পুর থানার পুলিস খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগেই রাজাপুর থানার তেহট্ট কাঁটাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা এক তরুণীর সঙ্গে কৌশিকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু তরুণীর পরিবার এই সম্পর্ক মানতে চায়নি। মৃতের পরিবারের অভিযোগ, এ নিয়ে ওই তরুণীর পরিবার বহুবার কৌশিককে হুমকি দিয়েছে। 
মৃতের মা লীলা রায় বলেন, কৌশিক নিখোঁজ হওয়ার দু’দিন আগে তরুণীর বাবা এবং ওই আত্মীয় ফোন করে আমার ছেলেকে শাসিয়ে ছিল। কিছুক্ষণ বাদে পাঁচলার বাসিন্দা ওই আত্মীয় ফের ফোন করে ছেলেকে বলে, তোমাদের বিয়ের ব্যাপারে আমরা রাজি। তোমার সঙ্গে কথা আছে, বুধবার একবার জয়পুর মোড়ে এসো। লীলাদেবীর দাবি, সেদিন কৌশিক জয়পুর মোড়ে গেলে দু’জন লোক তাকে তুলে নিয়ে যায়। এরপর থেকে ছেলের ফোন সুইচড অফ হয়ে যায়। অপহরণকারীদের সঙ্গে তরুণীর ওই আত্মীয়ের যোগাযোগ রয়েছে। আমরা পরে জয়পুর থানায় নিখোঁজ ডায়েরি করি। পুলিস এই দু’দিন ছেলের কোনও খোঁজ দিতে পারেনি। শেষমেশ আজ ছেলেকে গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। ছেলেকে অপহরণের পর খুন করা হয়েছে বলে মায়ের অভিযোগ। মৃতের কাকা সঞ্জিত রায় বলেন, বাড়ি থেকে বেরনোর সময় মায়ের কাছ থেকে ১০ টাকা নিয়ে কৌশিক জয়পুর মোড়ে গিয়েছিল। তারপর থেকেই নিখোঁজ। তাঁর অভিযোগ, বৃহস্পতিবার কৌশিকের খোঁজে তরুণীর বাড়িতে গেলে ওই পরিবারের সদস্যরা আমাদের সঙ্গে দুর্বব্যহার করেন। তিনি দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। হাওড়া গ্রামীণ জেলা পুলিসের এক কর্তা বলেন, মৃত যুবকের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
4Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

দীর্ঘমেয়াদি সঞ্চয় বা অন্যান্য ক্ষেত্র থেকে অর্থাগমের উত্তম যোগ। ভুল পরিকল্পনায় কাজকর্মে বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬১ টাকা৮৪.৭০ টাকা
পাউন্ড১০৭.৫২ টাকা১১০.৪৫ টাকা
ইউরো৮৯.৯৯ টাকা৯২.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     November,   2024
দিন পঞ্জিকা