কলকাতা

মগরায় আদিবাসী প্রৌঢ়াকে নৃশংস খুন, গ্রেপ্তার যুবক

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: এক আদিবাসী প্রৌঢ়াকে নৃশংসভাবে খুনের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিস। মগরায় অসম রোড সংলগ্ন ছাইগাদা এলাকায় বৃহস্পতিবার রাতে খুনের ঘটনাটি ঘটে। শুক্রবার দুপুরে পুলিস অভিযুক্ত বিপ্লব অধিকারীকে চন্দ্রহাটি এলাকা থেকে গ্রেপ্তার করেছে। এদিনই তাকে আদালতে পেশ করলে বিচারক সাতদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনায় মগরায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস জানিয়েছে, মৃতার নাম পার্বতী সোরেন (৬৫)। ছাইগাদা এলাকায় তিনি একাই থাকতেন। বৃহস্পতিবার গভীর রাতে তাঁকে বাড়ি থেকে কিছুটা দূরে অগ্নিদ্বগ্ধ অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা। সঙ্গে সঙ্গে পুলিসকে খবর দেওয়া হয়। পুলিস এসে পার্বতীদেবীকে মৃত অবস্থায় উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, সম্ভবত জোর করেই প্রৌঢ়ার গায়ে আগুন দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে শুকনো পাতা, গাছের ডাল উদ্ধার করেছে পুলিস। পার্বতীদেবীর ভাইপো শিবু সোরেন তাঁর পিসিকে খুন করা হয়েছে বলে অভিযোগ দায়ের করেছেন। শিবু বলাগড়ের বাসিন্দা।
পুলিস সূত্রে জানা গিয়েছে, জেরার মুখে বিপ্লব স্বীকার করেছে যে, সে পার্বতীকে প্রথমে গলা টিপে খুন করে। তারপর প্রমাণ লোপাটের জন্য পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তবে কেন সে এই ঘটনা ঘটিয়েছে, তা স্পষ্ট করেনি। তদন্তকারীদের দাবি, জিজ্ঞাসাবাদ শেষ হলেই খুনের কারণ স্পষ্ট হবে। ইতিমধ্যেই পার্বতী সোরেনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শিবু সোরেন বলেন, অভিযুক্তকে আমি চিনি না। তার সঙ্গে পিসির যোগাযোগ ছিল বলে কখনও শুনিনি। পিসি একজন শান্ত স্বভাবের মানুষ ছিলেন। তাঁর কোনও শত্রু ছিল না বলেই জানি। তাঁর হত্যাকারীর উপযুক্ত বিচার চাই।
3Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আর্থিক উন্নতি ও গৃহসুখ বৃদ্ধি। বস্ত্রাদি ও বিবিধ অলঙ্কারাদি ব্যবসার গতি বৃদ্ধি ও মানসিক তৃপ্তি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা