কলকাতা

মিটিং-মিছিল বাতিলের বিজ্ঞপ্তি নতুন কিছু নয়

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর মরশুমে কলকাতা পুলিসের আওতাভুক্ত এলাকায় অবাঞ্ছিত জমায়েত করা যাবে না। ধর্মতলা এলাকার বউবাজার স্ট্রিট, হেয়ার স্ট্রিটের মতো এলাকায় রাজনৈতিক মিটিং, মিছিল সবই দু’মাসের জন্য বাতিল থাকবে। এই মর্মে নির্দেশিকা জারি করেছেন কলকাতার পুলিস কমিশনার মনোজ ভার্মা। এই বিজ্ঞপ্তি নতুন কিছু নয়। ২০২৩ সাল থেকে এটি লাগু রয়েছে। ৬ মাস পরপর এটি পুনর্নবীকরণ করা হয়। ওই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলায় শুক্রবার হাইকোর্টে এমনটাই জানিয়েছে কলকাতা পুলিস। এদিন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের সিঙ্গল বেঞ্চে মামলার শুনানিতে রাজ্যের এই বক্তব্যের বিরোধিতা করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, রাজ্যের এই যুক্তি সঠিক নয়। যদিও বিচারপতি প্রশ্ন তুলেছেন, ‘সেক্ষেত্রে এই সব এলাকায় যে পুজোগুলি হয়, সেগুলির কী হবে? সেগুলির অনুমতি তো বাতিল করতে হবে।’ এই প্রশ্নের উত্তরে কলকাতা পুলিসের তরফে পাল্টা জানানো হয়েছে, ‘বিজ্ঞপ্তি অনুযায়ী বিএনএস-এর ১৬৩ ধারায় ৫০-৬০ মিটার এলাকার জন্য এটি বহাল থাকছে। ফলে পুজোর ক্ষেত্রে কোনও অসুবিধা হবে না।’ আগামী সোমবার ফের মামলার শুনানি।
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার মেয়াদি সঞ্চয়সহ একাধিক ক্ষেত্র থেকে অর্থাগম যোগ। ব্যবসায় কেনাবেচা বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা