কলকাতা

ব্যবসায়ীকে অপহরণের পর এক সপ্তাহ পার, অধরা মূল অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রুবির মোড় থেকে বিস্কুট কারখানার মালিককে অপহরণের ঘটনার পর সাতদিন কেটে গিয়েছে। কিন্তু এখনও মূল অভিযুক্তকে ধরতে পারেনি কসবা থানার পুলিস। এনিয়ে প্রতিক্রিয়া জানতে কলকাতা পুলিসের ডিসি (এসএসডি) বিদিশা কলিতাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো হলেও রাত পর্যন্ত তার কোনও উত্তর মেলেনি।  প্রাথমিক তদন্তের ভিত্তিতে কলকাতা পুলিসের দাবি, এই অপহরণের নেপথ্যে রয়েছে অপহৃত বিস্কুট কারখানার মালিকের পার্টনার মহাদেব দাসের হাত। কারণ, ২২ সেপ্টেম্বর রবিবার সকালে অপহরণের আগে রুচিরার ফ্ল্যাটে একাধিকবার ফোন করে বিস্কুট কারখানার মালিক অনির্বাণ হাজরাকে ডেকে পাঠান এই মহাদেব। সেদিন ধনেখালিতে বিস্কুট কারখানা পরিদর্শনে যাওয়ার কথা থাকলেও গাড়ি সোজা মালদহে যায়। পাশাপাশি, অপহরণের পর ওই এসইউভি গাড়িতে অপহৃতের সঙ্গে মালদহের মোথাবাড়ি পর্যন্ত গিয়েছিলেন এই মহাদেব। 
সোমবার ভোরে মোথাবাড়িতে কলকাতা পুলিস অভিযান চালানোর আগেই রহস্যজনকভাবে উধাও হয়ে যায় মহাদেব। তারপর থেকেই তার টিকি ছুঁতে পারেনি কলকাতা পুলিস। ফলে অপহৃত ব্যবসায়ী অক্ষত অবস্থায় উদ্ধার করা হলেও এই অপহরণ রহস্যের পুরোপুরি কিনারা হয়নি। আপাতদৃষ্টিতে দুই পার্টনারের মধ্যে আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে এই অপহরণ বলা হলেও তদন্তে বেশ কিছু প্রশ্নের উত্তর নেই। বিশেষ করে, অপহৃত ব্যবসায়ী কেন নিজে থেকে অপহরণকারীদের গাড়িতে উঠেছিলেন? পাশাপাশি, রুবির মোড় থেকে মালদহ পর্যন্ত গোটা রাস্তায় কেন তিনি চিৎকার করে কারও সাহায্য চাইলেন না? এমনকী ওই ব্যবসায়ী ও অপহরণকারীরা ফরাক্কার কাছে হোটেলে গাড়ি দাঁড় করিয়ে খাওয়া দাওয়া করলেও, কেন ওই ব্যবসায়ী চিৎকার না করে নীরব রইলেন? এইসব প্রশ্নের উত্তর নেই তদন্তকারীদের কাছে। প্রধান অভিযুক্তকে পাকড়াও করতে না পারলে এই রহস্যের কিনারা করা সম্ভব নয়, এমনটাই বলছে পুলিস।
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার মেয়াদি সঞ্চয়সহ একাধিক ক্ষেত্র থেকে অর্থাগম যোগ। ব্যবসায় কেনাবেচা বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা