কলকাতা

ব্যাঙ্ক থেকে তোলা চার লক্ষ টাকা গায়েব! থানায় দম্পতি, ভ্রান্তিবিলাসে হুলস্থুল নিমতায়
 

নিজস্ব প্রতিনিধি, বরানগর: ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়ি ফিরেছিলেন বৃদ্ধা। কিন্তু বাড়ি ফিরে খুঁজে পাচ্ছিলেন না ব্যাগে থাকা চার লক্ষ টাকা। শেষ সহায় ওই টাকা হারিয়ে অথৈ জলে পড়েন দম্পতি। বাধ্য হয়ে দৌড়ে এসেছিলেন নিমতা থানায়। পুলিসও বৃদ্ধ-বৃদ্ধার অসহায় অবস্থা দেখে ঝাঁপিয়ে পড়েছিল। রাস্তার সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হয়। শেষপর্যন্ত দম্পতির বাড়ির সোফায় কাপড় জড়ানো বান্ডিল দেখে পুলিসের সন্দেহ হয়। ওই কাপড় খুলতেই বেরিয়ে আসে থরে থরে সাজানো রয়েছে টাকা। দম্পতি জানিয়েছেন, বয়সজনিত কারণে ভুলে গিয়েছিলেন। তাঁরাই বাড়ি ফিরে ব্যাগ থেকে ওই টাকা বের করে রেখেছিলেন। শুক্রবার নিমতায় এই ‘ভ্রান্তিবিলাস’ এর জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারী বৃদ্ধার নাম কৃষ্ণা বন্দ্যোপাধ্যায়। তিনি অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী। তাঁর স্বামীর নাম অরুণকুমার বন্দ্যোপাধ্যায়। বৃদ্ধ দম্পতি নিমতার শিবাচল রোডের বাসিন্দা। তাঁদের দুই ছেলে ও মেয়ে বাইরে থাকেন। শুক্রবার সকাল এগারোটা নাগাদ বিরাটির এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে তিনি চার লক্ষ টাকা তুলে বাড়ি ফিরে আসেন। বাড়ি ফেরার কিছু সময় পর তিনি খেয়াল করেন, ব্যাগে টাকা নেই।
মাথায় হাত পড়ে বৃদ্ধ দম্পতির। তাঁদের ধারণা হয়, ব্যাঙ্ক থেকে বেরনোর সময় অথবা রাস্তাতেই হয়তো ওই টাকা কেপমারি হয়ে গিয়েছে। তাঁরা সঙ্গে সঙ্গে নিমতা থানার দ্বারস্থ হন। পুলিস দ্রুত তদন্ত শুরু করে। ব্যাঙ্কে গিয়ে সেখানকার সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি যে রাস্তা দিয়ে ওই বৃদ্ধা বাড়ি ফিরেছিলেন সেখানকার ফুটেজও খতিয়ে দেখা হয়। কিন্তু কোথাও সন্দেহজনক কিছু না পেয়ে বৃদ্ধার বাড়িতে হাজির হয়ে তল্লাশি শুরু করে পুলিস। সেই সময় ঘরের মধ্যে থাকা সোফার উপর কাপড়ে মোড়া বান্ডিল দেখে সন্দেহ হয়। তা খুলতে বেরিয়ে আসে টাকা। ওই বৃদ্ধা পুলিসকে জানিয়েছেন, তিনি ব্যাগ থেকে টাকা বের করে অন্য জায়গায় রেখেছিলেন তা ভুলে গিয়েছিলেন। টাকা ফিরে পেয়ে পুলিসকে ধন্যবাদ জানিয়েছেন ওই বৃদ্ধ দম্পতি। পুলিস জানিয়েছে, বয়সের কারণে স্রেফ মনের ভুলেই এদিনের ঘটনা।
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার মেয়াদি সঞ্চয়সহ একাধিক ক্ষেত্র থেকে অর্থাগম যোগ। ব্যবসায় কেনাবেচা বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা