বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

ট্রেন দুর্ঘটনা, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন জখম ২

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা ও সংবাদদাতা, কাকদ্বীপ: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় জখম দক্ষিণ ২৪ পরগনার ২ যুবক সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। শুক্রবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে তাঁদের শিয়ালদহ স্টেশন থেকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এদিন ভোর ৫টা নাগাদ শিয়ালদহে নামেন পাথরপ্রতিমা এবং ফলতার বাসিন্দা ওই দুই যুবক। সেখান থেকে গাড়ি করে তাঁদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
পাথরপ্রতিমার ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা শান্তনু ভুঁইয়া বেলা ১১টা নাগাদ বাড়ি ঢোকেন। ছেলে আসছে জানতে পেরে সকাল থেকেই পরিবারে ছিল ব্যস্ততা। তাঁর বাবা স্বপন ভুঁইয়া ঘুম থেকে উঠেই ছেলের জন্য পুকুর থেকে বড় একটি রুইমাছ ধরেন। তারপর ছেলেকে নিতে তিনি পৌঁছে যান যুধিষ্ঠির জানার খেয়াঘাটে। নৌকা থেকে নামতেই ছলছল চোখে ছেলেকে জড়িয়ে ধরেন বাবা। বাড়িতে ঢোকার পর মা আরতিদেবী সহ সবার চোখে আনন্দাশ্রু। গ্রামবাসীরাও শান্তনুবাবুর বাড়ির সামনে উপস্থিত হন। তাঁর বোন দুর্গাপুর থেকে চলে আসেন  দাদার সঙ্গে দেখা করতে।  স্বপনবাবু বলেন, ‘ছেলে সুস্থ অবস্থায় বাড়ি ফিরে এসেছে। আর কিছু চাই না!’ অন্যদিকে, দুপুরের দিকে বাড়ি ফেরেন ফলতার নপুকুরিয়া গ্রামের যুবক হাসিবুল শেখ। বাড়ির একমাত্র রোজগেরে সুস্থ অবস্থায় বাড়ি ফেরায় স্বস্তিতে পরিবারের সদস্যরা। আপাতত কিছুদিন বিশ্রাম নিয়ে ফের তাঁকে পেটের টানে ভিন রাজ্যেই হয়তো যেতে হবে। তাঁর বাড়ির লোকজন বলছেন,  কাজ না করতে গেলে সংসার চলবে কীভাবে!
7Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীরা তাদের কাজের সাফল্যের জন্য সুনাম পেতে পারেন। সঙ্গীতাদি চারুকলার ক্ষেত্রে বিশেষ সম্মান লাভের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৫৮ টাকা৮৮.৩২ টাকা
পাউন্ড১০৭.৪৬ টাকা১১১.২২ টাকা
ইউরো৮৯.২৯ টাকা৯২.৬৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা