কলকাতা

রাত্রীকালীন স্পেশাল মেট্রোর সময়সূচি ঘিরে চরম বিভ্রান্তি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী সোমবার থেকে কবি সুভাষ থেকে দমদম রুটে রাত্রীকালীন বিশেষ মেট্রো রাত ১১টার পরিবর্তে ১০টা ৪০মিনিটে ছাড়বে। গত বুধবার মেট্রো কর্তৃপক্ষ লিখিতভাবে এই সিদ্ধান্তের কথা জানিয়েছিল। কিন্তু চলতি সপ্তাহের শেষ কাজের দিন শুক্রবারও মেট্রোতে আগের সময়সূচি বলবৎ রয়েছে, এই ঘোষণা সংক্রান্ত রেকর্ডিং বেজে চলেছে বলে অভিযোগ উঠল। দিনভর বাংলা, হিন্দি ও ইংরেজিতে ঘোষণা হচ্ছে কবি সুভাষ ও দমদম থেকে শেষ মেট্রো পরিষেবা ছাড়বে রাত ১১টায়। যার জেরে যাত্রীদের মধ্যে বিভ্রান্তি চরমে উঠেছে। নর্থ-সাউথ করিডরের বিভিন্ন স্টেশনে সোমবার থেকে রাত্রীকালীন স্পেশাল পরিষেবা কখন পাওয়া যাবে, তা জানতে কাউন্টারগুলিতে খোঁজ নেন অনেকে। অভিযোগ, মেট্রো কর্মীরাও তার সদুত্তর দিতে পারেননি। সম্প্রতি কলকাতা মেট্রোতে রীতিমতো ডামাডোল চলছে। ধারাবাহিকভাবে বিঘ্নিত হচ্ছে পরিষেবা। রেমাল ঘূর্ণিঝড়ে সামান্য বৃষ্টিতেই পার্ক স্ট্রিট-এসপ্ল্যানেড মেট্রো স্টেশন কার্যত পুকুরে পরিণত হয়েছিল। মেট্রো ট্র্যাকে এক হাঁটু জল দাঁড়িয়ে গোটা দেশের কাছে তিলোত্তমার গরিমা ধুলোয় মিশেছে বলে অভিযোগ। পরিচালন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে বলে রেলের অন্দরেই গুঞ্জন শুরু হয়েছে। মেট্রোর অপারেশন বিভাগের এক আধিকারিকের বক্তব্য, সংস্থার মাথায় যোগ্য লোকের অভাব। বিভিন্ন বিষয়ে ভুল তথ্য পরিবেশন করছেন। পাশাপাশি তাঁর অভিযোগ, মেট্রো ভবন সংস্কার ঘিরে আর্থিক নয়ছয় হচ্ছে। ভাড়ার গাড়ি নিয়েও নানা অসঙ্গতি ধরা পড়েছে। যাত্রী পরিষেবা উপেক্ষা করে মেট্রোর টাকার অপব্যবহার হচ্ছে। 
5d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮২.৬৩ টাকা৮৪.৩৭ টাকা
পাউন্ড১০৪.২২ টাকা১০৭.৬৮ টাকা
ইউরো৮৭.৮৯ টাকা৯১.০১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা