কলকাতা

ফের মিটিং বাতিল হলে ভেঙে দেওয়া হবে পুর বোর্ড, হুঁশিয়ারি ফিরহাদের

নিজস্ব প্রতিনিধি, বরানগর: ছ’মাস ধরে বন্ধ পুরসভার বোর্ড মিটিং। এই আবহে শনিবার পানিহাটি পুরসভায় রুদ্ধদ্বার বৈঠক করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। বৈঠকে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নিয়ম হল, পরপর তিনবার বোর্ড মিটিং বাতিল হলে সেই পুরবোর্ড ভেঙে দেওয়া হয়। তাই ফের মিটিং বাতিল হলে বোর্ড ভেঙে পুরসভা পরিচালনার দায়িত্ব আধিকারিকদের হাতে তুলে দেওয়া হবে। বৈঠক থেকে বেরিয়ে তিনি বলেন, এক সপ্তাহের মধ্যে বোর্ড মিটিং করার নির্দেশ দেওয়া হয়েছে। আইন অনুযায়ী বোর্ড মিটিং না হলে পুরসভা ভেঙে যায়। আমরা সে সব চাই না। 
এদিন বিকেলে পুরসভার মিটিং হলের বৈঠকে ফিরহাদ ছাড়াও সাংসদ সৌগত রায়, বিধায়ক নির্মল ঘোষ, সব কাউন্সিলার, সুডা ও কেএমডিএর আধিকারিকরা উপস্থিত ছিলেন। মিটিং শুরুর সঙ্গে সঙ্গেই কয়েকজন কাউন্সিলার চেয়ারম্যানের বিরুদ্ধে বলতে শুরু করেন। মন্ত্রী তাঁদের ধমক দিয়ে বলেন, এটা দলের নয়, প্রশাসনিক বৈঠক। পুরভার এগজিকিউটিভ অফিসারকেও তিনি ধমক দেন বলে খবর। বৈঠকে সৌগতবাবু ২২ জুন বোর্ড মিটিং করার প্রস্তাব দিলে সবাই রাজি হন। বৈঠকের পর সাংবাদিকদের ফিরহাদ বলেন, কাউন্সিলার ও চেয়ারম্যানের মধ্যে বিবাদ থাকলে দলীয় স্তরে কথা বলে ঠিক করতে হবে। পুরসভার ফিনান্স অফিসারকে আরও দায়িত্বশীল হতে হবে। এক মাসের মধ্যে আমার নির্দেশ রূপায়ণ না হলে তাঁর কাছ থেকে জবাব চাওয়া হবে। পানিহাটির আবর্জনা সমস্যা নিয়ে তিনি বলেন, আপাতত ছ’মাসের মধ্যে বর্জ্য প্রক্রিয়াকরণ ইউনিট তৈরির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। যতদিন না তা তৈরি হচ্ছে, ততদিন ধাপাতে আবর্জনা নিয়ে যাওয়া হবে। এছাড়া, পুরসভার ভাঙা রাস্তা কেএমডিএ মেরামত করে দেবে। শহরে একাধিক জায়গায় বর্ষার জল জমার সমস্যা প্রসঙ্গে বলেন, আগামী দিনে আম্রুত প্রকল্পে পাম্প বসিয়ে জল সরানোর পরিকল্পনা রয়েছে। তা যতদিন না হচ্ছে, ততদিন অস্থায়ীভাবে পাম্প বসিয়ে কেএমডিএ জমা জল সরানোর উদ্যোগ নেবে। পানীয় জলের সমস্যার বিষয়ে বলেন, ১০ এমজিডি জল প্রকল্পের কাজ চলছে। তা হলে আর সমস্যা থাকবে না। এছাড়া বলেন, আমরা পুরসভাকে তিন কোটি টাকা দেব। ওই টাকায় পথবাতি সারাই, নতুন আলো বসানোর কাজ করা হবে।
6d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সৃজনশীল কর্মে উন্নতি ও প্রশংসালাভ। অপ্রয়োজনীয় ব্যয় যোগ। আধ্যাত্মিক ভাবের বৃদ্ধি ও আত্মিক তৃপ্তি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭৭ টাকা৮৪.৫১ টাকা
পাউন্ড১০৪.১৬ টাকা১০৭.৬৩ টাকা
ইউরো৮৮.০৭ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা