কলকাতা

অসংরক্ষিত কামরায় ঠাসা ভিড়, গরমে অসুস্থ হয়ে ট্রেন থেকে লাফ যাত্রীদের!

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: প্রচণ্ড গরম এবং ঠাসাঠাসি ভিড়। অস্বস্তির জোড়া ফলায় জেরবার অসংরক্ষিত কামরার রেলযাত্রীরা। পরিস্থিতি এমন হল যে প্রাণ বাঁচাতে মাঝপথে ট্রেন থেকে লাফ মারেন কয়েকজন যাত্রী! শনিবার ভয়াবহ এবং নজিরবিহীন এই দৃশ্য ধরা পড়েছে হুগলি স্টেশনের কাছেই। স্থানীয় বাসিন্দারা লাইনের উপর লাফ দিয়ে কাতরাতে থাকা যাত্রীদের উদ্ধার করে প্রাথমিক শুশ্রুষা করেন। বর্তমানে রেলযাত্রা যে কতটা দুর্বিসহ হয়ে উঠেছে, এই ঘটনা তার জলজ্যান্ত প্রমাণ বলে দাবি করে সরব হয়েছেন ভুক্তভোগী থেকে সাধারণ মানুষ। 
জানা গিয়েছে, হাওড়া থেকে এদিন দুপুরে ছাড়ে আপ কুলিক এক্সপ্রেস। ট্রেনের দু’টি অসংরক্ষিত কামরায় থিকথিকে ভিড় ছিল। বসার জায়গা তো দূরঅস্ত, কোনওরকমে দাঁড়িয়ে থাকতেও পারছিলেন না অনেকে।  দুপুরের ভ্যাপসা ও তীব্র অস্বস্তিকর গরমে কামরার মধ্যে অসহনীয় পরিস্থিতি তৈরি হয়। ট্রেন চলতে শুরু করার পর থেকেই অনেকে অসুস্থ বোধ করছিলেন। কারও কারও শ্বাসকষ্ট শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, হুগলি স্টেশনের কাছে ট্রেনের গতি শ্লথ হয়ে যায়। একসময় সেটি দাঁড়িয়ে পড়লে অসংরক্ষিত কামরা থেকে কয়েকজন যাত্রী লাফিয়ে লাইনের উপর পড়েন। তাঁদের মধ্যে মহিলা-পুরুষ, এমনকী শিশুও ছিল। এমন ঘটনা দেখে প্রথমে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বোঝা যায়, ট্রেনের ভিতর অস্বাভাবিক গরম এবং ঠাসাঠাসি ভিড়ের কারণে অসুস্থ বোধ করায় তাঁরা লাফ দিয়েছেন। অনেকে জল চেয়ে আর্তনাদ করছিলেন। স্থানীয়রা এক শিশু, এক মহিলা ও ন’জন পুরুষকে উদ্ধার করেন। তড়িঘড়ি তাঁদের রেললাইন সংলগ্ন কোদালিয়া ২ অঞ্চলের একটি ক্লাবে নিয়ে গিয়ে জল দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কোদালিয়া ২ পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বিদ্যুৎ বিশ্বাস। পরে অবশ্য আরপিএফ এর কর্তারা এসে কথা বলেন ওই যাত্রীদের সঙ্গে। রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেন থেকে লাফ দিয়ে নেমে পড়া যাত্রীদের বেশিরভাগই পরিযায়ী শ্রমিক। তাঁদের বাড়ি ঝাড়খণ্ডে। ওড়িশায় কাজ করেন তাঁরা। মোট ৩৮ সদস্যের দলটি হাওড়া থেকে ট্রেনে উঠেছিল। 
5Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা