কলকাতা

আগামী কাল কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে কমবে ৭৪টি মেট্রো

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামিকাল, সোমবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে দিনভর ৭৪টি মেট্রো কম চলবে। ঈদ উপলক্ষ্যে ট্রেন চলাচল কমানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। যাত্রীদের বক্তব্য, গত কয়েকবছর ধরে সরকারি ছুটির দিন ট্রেনের সংখ্যা কম থাকে। কিন্তু তা এতটাও রুগ্ন দেখাত না। নর্থ-সাউথ রুটে সপ্তাহের কাজের দিনগুলিতে দিনভর ২৮৮টি মেট্রো চলে। সরকারি ছুটির দিনে তা কমে ২৩৪ হতো। অর্থাৎ ৫৪টি কাটছাঁট হতো। কিন্তু এবার ঈদে মাত্র ২১৪টি ট্রেন চলবে। অর্থাৎ সপ্তাহের অন্যান্য কর্মদিবসের তুলনায় ৭৪টি মেট্রো পরিষেবা কম পাবেন যাত্রীরা। এ নিয়ে যাত্রীরা অসন্তোষ প্রকাশ করেছে। শহরের সবথেকে ব্যস্ত মেট্রো রুটে একলপ্তে পরিষেবা কমানোর ব্যাখ্যা মিলছে না। মেট্রো ভবনের এক আধিকারিকের কথায়, সম্প্রতি রেমাল ঘূর্ণিঝড়ে পার্ক স্ট্রিট-এসপ্ল্যানেড স্টেশনে জল ঢুকে গিয়েছিল। মেট্রো লাইন জলে ডুবে যাওয়ায় পাঁচ ঘণ্টা বন্ধ ছিল পরিষেবা। যা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং ক্ষোভপ্রকাশ করেছিলেন। মেট্রোর গোটা পরিচালন ব্যবস্থা কার্যত ভঙ্গুর হয়ে পড়েছে। মেট্রোর সার্বিক সুনাম নষ্ট হচ্ছে। যার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে।
জানা গিয়েছে, সংখ্যা কমলেও দেশের প্রথম মেট্রো রুটে আগামিকাল ট্রেনের সময়সূচি অপরিবর্তিত থাকবে। অর্থাৎ দিনের প্রথম ও শেষ মেট্রো অন্যান্য দিনের মতো একই সময়ে প্রান্তিক স্টেশন থেকে যাত্রা শুরু করবে। অন্যদিকে ইস্ট-ওয়েস্ট রুটে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের মধ্যেই মেট্রো পরিষেবার সংখ্যাও আগামিকাল কমবে। অন্যান্য কাজের দিন সংশ্লিষ্ট করিডরে সারাদিনে ১০৬টি পরিষেবা পান যাত্রীরা। কাল তা কমে হবে ৯০টি। এই রুটেও মেট্রোর সময়সূচির পরিবর্তন হবে না। শহরের এই দু’টি রুটে পরিষেবা কমলেও বাকি তিনটি রুটে কোনও অদলবদল হবে না। সংশ্লিষ্ট রুটগুলি হল, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড, জোকা থেকে মাঝেরহাট এবং কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায়। এই মেট্রো পথে সপ্তাহের কাজের দিনগুলির মতোই পরিষেবা পাবেন যাত্রীরা।
6d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সৃজনশীল কর্মে উন্নতি ও প্রশংসালাভ। অপ্রয়োজনীয় ব্যয় যোগ। আধ্যাত্মিক ভাবের বৃদ্ধি ও আত্মিক তৃপ্তি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭৭ টাকা৮৪.৫১ টাকা
পাউন্ড১০৪.১৬ টাকা১০৭.৬৩ টাকা
ইউরো৮৮.০৭ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা