কলকাতা

মৎস্যজীবীকে তুলে নিয়ে গেল বাঘ, লড়াই করেও রক্ষা করতে পারলেন না সঙ্গীরা

সংবাদদাতা, কাকদ্বীপ: সুন্দরবনের কলস জঙ্গল এমনিতে নির্জন। ঘন বন। দুপুরবেলা আরও শুনশান লাগে। সেখানে সকাল থেকে কাঁকড়া ধরছিলেন পাঁচ মৎস্যজীবী। দুপুরে প্রত্যেকেই ক্ষুধার্ত। নৌকায় বসে ভাত খাওয়া শুরু করেছিলেন সবে। চারদিক নিঃশব্দ। তবু বাঘ কখন যে পিছনে এসে দাঁড়িয়েছে টেরও পাননি। টের পেলেন, বাঘ যখন লাফ মেরে এক সঙ্গীর ঘাড় কামড়ে ধরল তখন। বাকি চারজন ছেড়ে দেওয়ার পাত্র নয়। তাঁরাও সুন্দবনের মানুষ। উল্টে তাঁরা বাঘকে আক্রমণ করলেন। বাঘে-মানুষে লড়াই চলল বেশ কিছুক্ষণ। তবে শেষরক্ষা হল না। শিকার ছেড়ে পালাল না বাঘ। জোয়ান একটি মানুষকে দাঁতে কামড়ে লড়াই করল চারজনের বিরুদ্ধে। তারপর শিকারকে মুখ থেকে না নামিয়েই ছুটল জঙ্গলের দিকে। দিন পাঁচেক আগে ১০ জুন ঘটনাটি ঘটেছে। তারপর থেকে খোঁজ মেলেনি সেই মৎসজীবীর। নিখোঁজ ব্যক্তির নাম গোপাল মল্লিক (৩৬)। বাড়ি পাথরপ্রতিমার গোবর্ধনপুর কোস্টাল থানার সত্য দাসপুরে। জানা গিয়েছে, সেদিন দুপুরে খাওয়ার জন্য নৌকায় উঠছিলেন পাঁচজন। বাঘটি নিঃশব্দে গোপালের উপর ঝাঁপিয়ে পড়ে। তাঁর সঙ্গীরা লাঠি ও রড নিয়ে বাঘের উপর পাল্টা আক্রমণ চালায়। কিন্তু বাঘ কিছুতেই তার শিকার ছাড়েনি। গোপালকে মুখে করে তুলে নিয়ে জঙ্গলের ভিতরে চলে যায়। বাকি চারজন বাঘকে ধাওয়া করে। তবে গোপালকে উদ্ধার করা সম্ভব হয়নি। সন্ধ্যা পর্যন্ত খোঁজার পর ফিরে আসেন। শনিবার পুলিস ও বনদপ্তরকে খবর দেন। পুলিস নিখোঁজ গোপালের বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে। তবে শনিবার বিকেল পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। তাঁর খোঁজে জঙ্গলে শুরু হয়েছে তল্লাশি। নিখোঁজ গোপাল মল্লিকের দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রী রয়েছেন। এছাড়াও বাড়িতে থাকেন বৃদ্ধ বাবা ও মা। সবমিলিয়ে সাতজনের পরিবার। গোপালই এই পরিবারের একমাত্র রোজগেরে। তাঁর পরিবারে এখন গভীর শোকের ছায়া। 
6d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সৃজনশীল কর্মে উন্নতি ও প্রশংসালাভ। অপ্রয়োজনীয় ব্যয় যোগ। আধ্যাত্মিক ভাবের বৃদ্ধি ও আত্মিক তৃপ্তি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭৭ টাকা৮৪.৫১ টাকা
পাউন্ড১০৪.১৬ টাকা১০৭.৬৩ টাকা
ইউরো৮৮.০৭ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা