কলকাতা

জাতীয় স্তরের পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় সোনা জিতে ফিরলেন ৭০ বছর বয়সি পুরপ্রধান

সংবাদদাতা, কল্যাণী: দিল্লিতে জাতীয় স্তরের পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় সোনা জিতলেন চাকদহ পুরসভার পুরপ্রধান অমলেন্দু দাস। ইন্ডিয়ান পাওয়ার লিফটিং ফেডারেশনের পরিচালনায় ৭-১০ জুন দিল্লির সেন্ট্রাল পাবলিক স্কুলে আয়োজিত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে মহারাষ্ট্রের প্রতিনিধিকে হারিয়ে সোনা জিতেছেন তিনি। চারদিনের প্রতিযোগিতায় দেশের ১৫টি রাজ্যের বিভিন্ন বয়সের ৩৫০ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। চাকদহ শহরের ৯ নম্বর ওয়ার্ডের কাঠালপুলি এলাকার বাসিন্দা ৭০ বছর বয়সি অমলেন্দুবাবু জাতীয় স্তরের ওই প্রতিযোগিতায় প্রথমবার অংশ নিয়েই সেরার মুকুট ছিনিয়ে নিয়েছেন। পঞ্চাশোর্ধ্ব ব্রেঞ্চ প্রেস লিফটে ১০০কেজি এবং ডেড লিফটে ১১০ কেজি বিভাগে অংশ নিয়েছিলেন তিনি। এর মধ্যে ১১০ কেজি বিভাগে সবাইকে পিছনে ফেলে দেন চাকদহের পুরপ্রধান। 
শনিবার তিনি মেডেল নিয়ে চাকদহ পৌঁছলে তাঁকে সংবর্ধনা দেন সাধারণ মানুষ। অমলেন্দুবাবু বলেন, ‘সোনা জিতে খুব ভাল লাগছে। আগামী দিনেও আমি অনুশীলন চালিয়ে যাব। সুযোগ এলে আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় অংশ নেব।’ তিনি আরও জানান, ছোটবেলায় তাঁর ফুটবল খেলা বেশি ভালো লাগত। দাদা চিত্তরঞ্জন দাসের অনুপ্রেরণায় তিনি পাওয়ার লিফটিং শুরু করেন। জেলা এবং রাজ্যস্তরের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিলেও ব্যস্ততার কারণে জাতীয় স্তরে এতদিন অংশ নেওয়া হয়নি তাঁর। শহরের বাসিন্দারা বলছেন, এই বয়সে তিনি যা করে দেখিয়েছেন, তা এতটা দৃষ্টান্ত। সবার উচিত, তাঁকে দেখে উৎসাহিত হওয়া। 
6d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সৃজনশীল কর্মে উন্নতি ও প্রশংসালাভ। অপ্রয়োজনীয় ব্যয় যোগ। আধ্যাত্মিক ভাবের বৃদ্ধি ও আত্মিক তৃপ্তি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭৭ টাকা৮৪.৫১ টাকা
পাউন্ড১০৪.১৬ টাকা১০৭.৬৩ টাকা
ইউরো৮৮.০৭ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা