কলকাতা

বিজেপি কার্যালয়ে আগুন, গ্রেপ্তার গেরুয়া দলের কর্মী

নিজস্ব প্রতিনিধি, বারাসত: রাতের অন্ধকারে বিজেপির কার্যালয়ে অগ্নিকাণ্ড। ঘটনাটি ঘটেছে দত্তপুকুর থানার কদম্বগাছি পঞ্চায়েতের সুভাষ নগরে। বিজেপি অভিযোগের আঙুল তুলেছে তৃণমূলের দিকে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এই ঘটনায় শঙ্কর দাস নামে এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিস। তারপর ফের প্রকাশ্যে চলে এসেছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। জানা গিয়েছে, সুভাষ নগরে ৩৭ নম্বর বুথে বিজেপির পার্টি অফিস রয়েছে। শুক্রবার রাতে স্থানীয়দের থেকে অগ্নিকাণ্ডের ঘটনার কথা জানতে পারে বিজেপি কর্মীরা। তারা তড়িঘড়ি পৌঁছে আগুন নেভায়। তবে কার্যালয়ের ভিতরে থাকা ছবি, চেয়ার, প্রচারের ফ্ল্যাগ, ফেস্টুন সহ অন্যান্য সামগ্রী পুড়ে যায়। বিজেপির রাজ্য কমিটির সদস্য তাপস মিত্র এ প্রসঙ্গে বলেন, ‘হার নিশ্চিত জেনে তৃণমূল এলাকায় ভীতি সঞ্চার করতে এই কাজ করেছে। এক জুন ভোটে মানুষ এর জবাব দেবেন। এ নিয়ে অভিযোগ জানিয়েছি।’ তবে এ নিয়ে তৃণমূলের স্থানীয় নেতা আরশাদ উদ জামান বলেন, ‘পুলিস শঙ্কর দাস নামে এক বিজেপি কর্মীকে অগ্নিকান্ডের ঘটনায় গ্রেপ্তার করেছে। তাঁর বাবা সনৎ দাস বিজেপির সক্রিয় কর্মী। যিনি গ্রেপ্তার হয়েছেন তিনিও বিজেপির। ওরা নিজেরাই দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে তৃণমূলকে বদনাম করে নিম্নমানের ভোট রাজনীতি করছে।’ পুলিস জানিয়েছে, প্রাথমিকভাবে আগুন ধরানোর কথা স্বীকার করেছেন শঙ্কর।
2Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা