কলকাতা

দশের বেশি বুথ রয়েছে এমন কেন্দ্র ঘুরে  দেখলেন সিপি 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বড়বাজার, পোস্তা, জোড়াসাঁকো, তালতলা থানা এলাকার বেশ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখলেন কলকাতার পুলিস কমিশনার বিনীত গোয়েল। শনিবার দুপুরে কলকাতা পুলিসের অতিরিক্ত পুলিস কমিশনার-১ মুরলীধর শর্মাকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্র পরিদর্শনে বের হন সিপি। লালবাজার সূত্রে জানা গিয়েছে, যে সব ভোটকেন্দ্রে ১২, ১৩ বা ১৫টির বেশি বুথ রয়েছে, তেমন ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে এদিন গিয়েছিলেন কলকাতা পুলিসের শীর্ষকর্তারা। শহরের ঘিঞ্জি এলাকায় অবস্থিত এই বুথগুলি কলকাতা পুলিসের কর্তাদের মাথাব্যথার বড় কারণ। কেন না ‘ভালনারেবল’ (কমিশনের ভাষায়) বা ‘উত্তেজনাপ্রবণ’ এলাকার এই বুথগুলিতে ঢোকা বা বের হওয়ার পর্যাপ্ত রাস্তা নেই। এদিন পুলিস কমিশনার ভোটকর্মী ও বুথে আসা ভোটারদের সুরক্ষার পাশাপাশি ভোটকেন্দ্রে ঢোকা ও বের হওয়ার রাস্তা খতিয়ে দেখার পর স্থানীয় থানার ওসিদের কিছু নির্দেশ দিয়েছেন। 
দুপুরে আলিপুরে নির্বাচন কমিশন নিযুক্ত স্পেশাল পর্যবেক্ষকদের সঙ্গে একটি বৈঠক হয় রাজ্যের পুলিস ও প্রশাসনের। বৈঠকে কলকাতা পুলিসের সিপি সহ শীর্ষকর্তারা উপস্থিত ছিলেন। কমিশন সূত্রে জানা গিয়েছে, এই বৈঠকে স্পেশাল পর্যবেক্ষক জানিয়েছেন, গত ৫ দফার ভোটে দেখা গিয়েছে, বয়স্ক ও দুর্বল ভোটারদের সাহায্য করার আছিলায় অনেকেই বুথে ঢুকে ইভিএমের সামনে চলে যাচ্ছেন। মাথায় রাখতে হবে, কলকাতায় ১০০ শতাংশ বুথে ওয়েব কাস্টিং হবে। ফলে এই ধরনের ঘটনা কোনওমতেই বরদাস্ত করা হবে না। এমন ঘটলে, প্রিসাইডিং অফিসারকে সক্রিয় হতে হবে। তিনি সক্রিয় না হলে, কমিশন তাঁর বিরুদ্ধেই এফআইআর দায়ের করবে। প্রিসাইডিং অফিসারকে গ্রেপ্তার করা হবে।
2Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা