কলকাতা

মহিলাদের বছরে ১ লক্ষ দেওয়ার প্রতিশ্রুতি প্রদীপের, রাজ্যের প্রকল্প নিয়ে প্রচারে সুদীপ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কন্যাশ্রী, রূপশ্রী কিংবা রাজ্য সরকারের ‘ফ্ল্যাগশিপ’ প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রচার তুঙ্গে তৃণমূলের। মহিলাদের স্বনির্ভর করতে কংগ্রেসও ইস্তাহারে জানিয়েছে বছরে এক লক্ষ টাকা দেওয়ার কথা। প্রচারে সে কথা বারবার বলছেন কলকাতা উত্তরের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য। রবিবার মানিকতলার বিভিন্ন এলাকায় ঘোরেন প্রদীপবাবু। সেখানে মহিলাদের টাকা দেওয়ার প্রতিশ্রুতি বারবার শোনান। অন্যদিকে এদিন সকালে কলেজ স্ট্রিটের মির্জাপুরে প্রচারে যান এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রথমে দয়াময়ী কালী মন্দিরে পুজো দেন। তারপর অটোতে অলিগলি ঘুরে জনসংযোগ সারেন। 
এদিন মানিকতলা বিধানসভা এলাকার যোগদ্যান লেনে রোড শো করেন প্রদীপ। তাঁর সঙ্গে ছিলেন বাম নেত্রী রূপা বাগচি। স্থানীয়রা প্রদীপের সঙ্গে হাত মেলান। কেউ ছবি তোলেন। অনেকে পাশে থাকার ভরসা দেন। তাঁদের প্রত্যেকের কাছেই প্রদীপের আর্জি, ‘দেখেশুনে ভোট দেবেন। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়তে হবে। তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধেও রুখে দাঁড়াতে হবে।’ প্রদীপের দাবি, ‘যে এলাকাতেই যাচ্ছি সকলের থেকেই ভালো সাড়া পাচ্ছি।’ 
অন্যদিকে এদিন সকালে কলেজ স্ট্রিটের দয়াময়ী কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন সুদীপ। মির্জাপুর এলাকায় ঘুরে প্রচার করেন তিনি। তাঁকে দেখতে বাড়ির বারান্দায় ভিড় জমিয়েছিলেন বাসিন্দারা। হেঁটে জনসংযোগ করেন সুদীপও। তাঁর কথায় বারবার উঠে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে ভোট দেওয়ার কথা। সুদীপের সঙ্গে ছিলেন ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুপর্ণা দত্ত। বেলুন, পতাকা, সরকারি প্রকল্পগুলির কাট আউট, মহিলা ঢাকিদের নিয়ে মিছিল করেন জোড়াফুলের প্রার্থী। পাশাপাশি এদিন নিজের বাড়ির এলাকা অর্থাৎ বউবাজারের বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে প্রচার করেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়।
এর পাশাপাশি এদিন প্রদেশ কংগ্রেসের অফিস বিধান ভবনের বাইরে মল্লিকার্জুন খাড়্গের ছবি দেওয়া ব্যানারে কালি লাগানোর ঘটনা ঘটে। যা নিয়ে এন্টালি থানায় কংগ্রেসের তরফে অভিযোগ দায়ের করা হয়। মধ্য কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি সুমন পাল দুধ দিয়ে কালি সাফ করেন। এই ঘটনায় তৃণমূলকে কাঠগড়ায় তুলেছে কংগ্রেস। তবে ৫৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সবিতা রানি দাস বলেন, এই ঘটনার সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। তৃণমূলের বিরুদ্ধে অপবাদ ছড়ানো হচ্ছে। আমরা সবাইকেই ব্যানার লাগানো, দেওয়াল লিখনের জায়গা ছেড়েছি।  নিজস্ব চিত্র
2Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা