কলকাতা

আশ্রমের জমি হাতাতে সাধুকে হত্যা, ৫ প্রোমোটারের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আশ্রমের ১১ কাঠা জমি হাতিয়ে নেওয়ার জন্য এক সাধুকে শ্বাসরোধ করে খুন করা হয়। সেই হত্যার দায়ে দোষী সাব্যস্ত পাঁচ প্রোমোটারকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ শোনাল আদালত। বুধবার আলিপুরের পঞ্চদশ অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক চৌধুরী হেফাজত করিম ওই আদেশ দিয়েছেন। অপহরণ ও সাক্ষ্যপ্রমাণ লোপাটের দায়ে বিচারক পৃথক পৃথক সাজা দিয়েছেন। আদালতের মন্তব্য, সমস্ত সাজাই একসঙ্গে চলবে। সাজাপ্রাপ্ত পাঁচ অপরাধীর নাম সজল ঘোষ, শ্যামল দে, লিটন ঘোষ, বিষ্টু মণ্ডল ও রাজু শাহ। 
এদিন রায় ঘোষণার পরেও সাজাপ্রাপ্তদের মধ্যে কোনও হেলদোল দেখা যায়নি। পুলিসি নিরাপত্তায় পাঁচজনকে কোর্টের লকআপে নিয়ে যাওয়ার সময় হইচইর মধ্যে তাদের বলতে শোনা যায়, ‘চল চল, হায়ার কোর্ট থেকে সাজা কাটিয়ে নেব।’ অনেকেই অপরাধীদের মুখে এমন কথা শুনে হকচকিয়ে যান। এরপরই সন্ধ্যায় তাদের প্রিজন ভ্যানে চাপিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়। এদিন রিজেন্ট পার্ক এলাকা থেকে বেশ কয়েকজন লোক এসেছিলেন। অপরাধীদের যাবজ্জীবন সাজা হয়েছে শোনা মাত্র তাঁরা সন্তোষ প্রকাশ করেন। মাঝবয়সি এক ব্যক্তি বলেন, ‘এই যুবকরা এলাকাকে সন্ত্রস্ত করে তুলেছিল। অনেকে ভয়ে কিছু বলতে পারত না। ওদের আরও কড়া সাজা হলে খুশি হতাম।’ মামলার দুই সরকারি কৌঁসুলি স্বপন চক্রবর্তী ও অরবিন্দ মিত্র সাংবাদিকদের বলেন, ‘অভিযুক্তরা নানাভাবে চেষ্টা করছে মামলা থেকে পার পেতে। কিন্তু কলকাতা গোয়েন্দা পুলিসের হোমিসাইড শাখা এই খুনের সমস্ত তথ্যপ্রমাণ জোগাড় করতে সমর্থ হয়েছে। সেই কারণেই অপরাধীরা সাজা পেয়েছে।’ 
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৩ সালে রিজেন্ট পার্ক থানা এলাকায় মাধবানন্দ দাস নামে এক সাধুকে অপহরণ করে গাড়ির মধ্যে শ্বাসরোধ করে হত্যা করা হয়। তারপর সন্দেশখালি থানা এলাকার একটি জলায় দেহ ফেলে দেয় অপরাধীরা। হোমিসাইড শাখা তদন্তে নেমে অভিযুক্তদের একে একে গ্রেপ্তার করে। ৯০ দিনের মধ্যে এই মামলায় চার্জশিট দেন তদন্তকারী পুলিস অফিসার 
শুভদীপ চক্রবর্তী।
4Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা