কলকাতা

জমির মাপজোক নিয়ে বোমাবাজি, তপ্ত ভাঙড়

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা:  জমির মাপজোককে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। দুই পক্ষের মধ্যে বোমাবাজি হয় বলে অভিযোগ। অবস্থা সামাল দিতে ঘটনাস্থলে যায় কাশীপুর থানার বিশাল পুলিস বাহিনী। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভাঙড়ের  জিরানগাছা গ্রামের মাঠে জমির মাপজোক চলছিল। সেই কাজে বাধা দেন কিছু এলাকাবাসী। আর তা নিয়েই কৃষকদের একাংশের সঙ্গে তাঁদের প্রথমে বচসা, পরে ঝামেলা শুরু হয়।
কৃষকদের দাবি, যাঁরা কাজ আটকানোর চেষ্টা করেছিলেন, তাঁরা তৃণমূলের কর্মী বলে পরিচিত। গোলমালের সময়  বোমাবাজিও হয় বলে অভিযোগ। এলাকার লোকজনের দাবি, কয়েক রাউন্ড গুলিও চলেছে। যদিও তার প্রমাণ মেলেনি বলে পুলিস জানিয়েছে। গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। এ বিষয়ে ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম জানান, কিছু জমির দালাল এলাকায় অশান্তি সৃষ্টি করছে। তার জন্য ঝামেলা হচ্ছে। এই ঘটনায় নাম না করে এলাকার কিছু নেতা এবং পুলিসের একাংশের দিকেও আঙ্গুল তুলেছেন আরাবুল। অপরদিকে আইএসএফের জেলা পরিষদ সদস্য রাইনুর ইসলাম বলেন, তৃণমূলের মদতে তিন ফসলি জমি দখল করা হচ্ছে। তাই কৃষকরা বাধা দিয়েছেন। 
7Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা