কলকাতা

কবে খুলবে রিষড়ার সেবাসদন? স্বাস্থ্যকর্তাদের পরিদর্শনে আশার আলো

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: স্বাস্থ্যভবনের একটি প্রতিনিধি দল শুক্রবার রিষড়ার সেবাসদন হাসপাতাল পরিদর্শন করে। ট্রাস্টি পরিচালিত এই হাসপাতাল ২০২১ সালে অধিগ্রহণ করে রাজ্য সরকার। বরাদ্দ করা হয়েছিল ২ কোটি টাকা। কিন্তু তারপরেও হাসপাতালের দরজা সাধারণ মানুষের জন্য খোলেনি।  জেলা স্বাস্থ্য প্রশাসনের দাবি, পরিকাঠামোগত নানা পরিবর্তনের জন্যই হাসপাতাল চালু করা সম্ভব হয়নি। তবে এদিন পরিদর্শনের পর হাসপাতালটি দ্রুত চালু হওয়ার ইঙ্গিত মিলেছে। হুগলির মুখ্য স্বাস্থ্য অধিকারিক মৃগাঙ্কমৌলি কর বলেন, ‘স্বাস্থ্যভবনের তরফে আরও কয়েকবার হাসপাতাল পরিদর্শন হতে পারে। কারণ, এখনও বেশ কিছু কাজ বাকি রয়েছে। তবে হাসপাতাল দ্রুত চালু করতে আমরা যথাসাধ‍্য চেষ্টা করছি, এটুকু বলতে পারি।’ 
বহু বছর আগে রিষড়া পুরসভা সহ সংলগ্ন এলাকার মানুষকে পরিষেবা দিতে একটি ট্রাস্টি বোর্ডের পরিচালনায় এই হাসপাতাল চালু হয়েছিল। ১১০ শয্যার সেই হাসপাতাল থেকে বহু মানুষ পরিষেবা পেতেন। কিন্তু গত প্রায় সাত বছর ধরে হাসপাতালটি বন্ধ হয়ে রয়েছে। ইতিমধ্যে রিষড়া পুরসভার তরফে মাতৃসদন চালু করা হয়েছে। কিন্তু মাতৃসদনের নিজস্ব বাধ্যবাধকতা থাকে। তাই সাধারণ মানুষের সার্বিক চাহিদা পূরণ হয়নি।  নতুন করে হাসপাতাল পরিদর্শন সহ নানা উদ্যোগ শুরু হওয়ায় আশার আলো দেখছেন  স্থানীয় বাসিন্দারা। রিষড়া পুরসভার চেয়ারম্যান বিজয় মিশ্র বলেন,  ‘রাজ্য সরকার মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে নানা যুগান্তকারী পদক্ষেপ করেছে। রিষড়া সেবাসদনকে আধুনিক হাসপাতালের চেহারা দেওয়া হচ্ছে। একটু সময় লাগলেও মানুষ দ্রুত উন্নত পরিষেবা পাবেন।’ 
7Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা