কলকাতা

পরপর শিশুমৃত্যু: হাবড়ার নার্সিংহোমে রোগী ভর্তি বন্ধ করল প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, বারাসত: তিন সদ্যোজাতের মৃত্যুর জেরে হাবড়ার একটি নার্সিংহোমে অনির্দিষ্টকালের জন্য রোগী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দিল জেলা স্বাস্থ্যদপ্তর। সেই সঙ্গে নার্সিংহোমটির লাইসেন্স কেন বাতিল হবে না, সাতদিনের মধ্যে তা কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী ওই নার্সিংহোমের অপারেশন থিয়েটার ঠিকমতো জীবাণুমুক্ত করা হয় না। সত্তরোর্ধ্ব নার্সকে কাজে বহাল রাখা হয়েছে। পোস্ট গ্র্যাজুয়েশন করা বিশেষজ্ঞ কোনও চিকিৎসক নেই। এই রিপোর্ট পাওয়ার পরই জেলা স্বাস্থ্যদপ্তর নার্সিংহোমে রোগী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দেয়। বি সি রায় হাসপাতাল কর্তৃপক্ষের আশঙ্কা, মারণ সংক্রমণ সেপটিসেমিয়া ঠেকাতে আদর্শ গাইডলাইনও মানা হয়নি এখানে। 
নভেম্বরের মাঝামাঝি সময়ে হাবড়ার ওই নার্সিংহোমে ছ’টি শিশুর জন্ম হয়। তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয় কলকাতার বি সি রায় হাসপাতালে। উত্তর ২৪ পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সমুদ্র সেনগুপ্ত বলেন, ‘আমরা ওই নার্সিংহোমের বহু পরিকাঠামোগত ত্রুটি পেয়েছি। তাই মানুষের সুরক্ষার কথা ভেবে তা বন্ধের সুপারিশ করেছি।’ বি সি রায় হাসপাতালের সুপার ডাঃ সন্দীপ সামন্ত বলেন, ‘আমাদের প্রাথমিক অনুমান, বাচ্চাগুলি যেখানে জন্মেছে, সেই জায়গার সেপসিস প্রোটোকল ঠিকমতো মানা হয়নি।’ 
7Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা